বাংলা হান্ট ডেস্কঃ পয়গম্বর বিতর্কে বর্তমানে উত্তাল হয়ে রয়েছে দেশের রাজনীতি। বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্যের প্রতিবাদে একদিকে যেমন ইসলামিক দেশগুলি ভারত বয়কটের ডাক দিয়েছে, ঠিক সেরকম ভাবেই দেশের একাধিক প্রান্তে অবরোধ দেখানো শুরু করে দিয়েছে সংখ্যালঘু মানুষরা। বর্তমানে সেই আঁচ এসে পৌঁছেছে বাংলায়। ডোমজুড় সহ একাধিক প্রান্তে অবরোধে নেমেছে একাধিক মানুষ আর এদিন নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনে তাদের উদ্দেশ্যে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন একপ্রকার হাতজোড় করে অবরোধকারীদের কাছে শান্তি বজায় রাখার প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, “বাংলায় ঐক্য রক্ষা করার জন্য জীবন দিতে পারি। আমি আপনাদের কাছে হাতজোড় করছি, আন্দোলন ছেড়ে দিন। কোন ধর্ম সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা উচিত নয়। সম্প্রতি বিজেপি নেত্রী নূপুর শর্মা ও অপর এক নেতা দ্বারা যে মন্তব্য করা হয়, তা নিন্দনীয়। আমাদের রাজ্যে হলে তৎক্ষণাৎ তাদের গ্রেফতার করতাম। বিজেপি কিছু করছে না। কিন্তু কথা দিতে পারি, জীবন দিয়ে আমি ঐক্য রক্ষা করে যাব। আপনারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুন।”
সম্প্রতি পয়গম্বর বিতর্কে কেন্দ্র সরকারকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আপনারা বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন। আন্দোলনকারীদের বলি, আপনারা বিজেপি রাজ্যগুলিতে এসব করে দেখুন তো। আমাকে খুন করলে খুশি হবেন? আমি তৈরি আছি। আপনাদের কাছে অনুরোধ করছি, অবরোধের রাজনীতিতে পা দেবেন না, কারোর উস্কানিতে কান দেবেন না। বিজেপি আপনাদের ক্রমশ উস্কানোর কাজ করে চলেছে। আপনারা অবরোধ শেষ করে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুন।”
এই প্রসঙ্গে এদিন নাখোদা মসজিদের এক ইমামের প্রসঙ্গ তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি, ইমাম সকলকে আন্দোলন ছেড়ে শান্তির পথ বেছে নেওয়ার বার্তা দেন আর এদিন মুখ্যমন্ত্রীও সেই একই পথে হেঁটে সকলের কাছে হাতজোড় করে শান্তির পরিস্থিতি বজায় রাখার অনুরোধ করলেন।