বাংলা হান্ট ডেস্কঃ হিন্দু হোক, মুসলিম, খ্রিস্টান কিংবা শিখ; প্রতিটি সম্প্রদায়ের উৎসবে যোগদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রতিটি উৎসব ধুমধাম করে পালন করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। সেই ধারা বজায় রেখে এদিন গুরু নানক জন্মজয়ন্তীর (Guru Nanak Birthday) একটি অনুষ্ঠানে উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে শিখ সম্প্রদায়ের উদ্দেশ্যে বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি ‘হালুয়া’ খাওয়ার আবদার পর্যন্ত করেন তিনি।
সাম্প্রতিক সময়ে দুর্নীতি এবং অন্যান্য একাধিক বিতর্কিত ঘটনার জেরে সরগরম বঙ্গ রাজনীতি। তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করতে মরিয়া সিপিএম, কংগ্রেস এবং বিজেপির মত বিরোধী দলগুলি। তবে এর মাঝেও দুর্গাপুজো হোক কিংবা কালীপুজো অথবা গুরু নানক জন্মজয়ন্তী, প্রতিটি উৎসবে সামিল হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন কলকাতায় গুরু নানক জন্মজয়ন্তীর একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিখ সম্প্রদায়ের উদ্দেশ্য মুখ্যমন্ত্রীর বার্তা, “ভালো করে গুরুপরব পালন করবেন আপনারা আর আমায় হালুয়া পাঠাবেন।” উল্লেখ্য, আগামীকাল নদীয়া জেলার কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই কারণেই আগামীকালের পরিবর্তে আজ গুরু নানকের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে হাজির হন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আগামীকাল কৃষ্ণনগর যাব। সেই কারণে আজ অনুষ্ঠানে যোগ দিলাম। আপনাদের সঙ্গে সারা বছর আমাদের যোগাযোগ থাকে। সকলকে শুভেচ্ছা জানাই। ভালো করে গুরু পরব পালন করুন।” পরবর্তীতে গুরু নানক ভবনের প্রসঙ্গ তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা গুরু নানক ভবনের কথা বলেছেন। এটি ছয় কোটি টাকার সম্পত্তি। একেবারে করা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়াবে। আপনারা আমাকে আর একবার আবেদন করুন। আমরা সামাজিক কাজের মাধ্যমে এটি দিতে পারব।”
গুরু নানক জন্মজয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে পঞ্জাব এবং বাংলাকে এক সূত্রে যুক্ত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “স্বাধীনতা সংগ্রামে বাংলা এবং পঞ্জাবের ইতিহাস এক। স্বাধীনতার জন্য যারা লড়াই করে গিয়েছেন, তাদের মধ্যে সবার প্রথমে থাকে পঞ্জাব এবং বাংলা। রবীন্দ্রনাথ ঠাকুর যেমন পঞ্জাব দিয়ে জনগণমন লিখেছিলেন, ঠিক তেমনভাবে স্বাধীনতার সংগ্রামের আপনাদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। সীমান্তেও বহু মানুষ আমাদের দেশকে রক্ষা করে চলেছেন।”
ঠিক এভাবেই শিখ সম্প্রদায়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এদিন সাম্প্রদায়িক সম্প্রীতির কথাই তুলে ধরলেন মুখ্যমন্ত্রী।