দিনে ১০০টা বল খেলি! আমি মহামেডান সমর্থক! মুখ্যমন্ত্রীর কথা শুনেই হাততালি সাদা-কালো শিবিরে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ‘আমি দিনে ১০০ টা বল খেলি’, ‘আমার শাড়ি আমি ডিজাইন করি’, ‘আমি মহামেডানকে সাপোর্ট করি’; এদিন মাইক হাতে একের পর এক বক্তব্য উড়ে আসতেই হাততালির রব পড়ে যায় সর্বত্র। বক্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন মোহনবাগানের (Mohun Bagan) নবনির্মিত ক্লাব তাবুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, অনুষ্ঠানে এদিন সকলেরই নজর যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শাড়ির পাড়ে থাকা সবুজ মেরুন রঙের দিকে। মোহনবাগানের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মুখ্যমন্ত্রীর শাড়ি থেকে স্বভাবতই আপ্লুত হয়ে পড়ে অসংখ্য মোহনবাগান সমর্থক।

পরবর্তীতে, শাড়ি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, “আমার শাড়ির ডিজাইন প্রধানত আমি করে থাকি। মূলত তাঁতিদের বলে দিই এবং তারা সেগুলি করে দেয়। আসলে আমি যে শাড়িগুলি পড়ি, সেগুলি বাজারে খুব একটা পাওয়া যায় না। সেই কারণে এ কাজ আমি করে থাকি।”

প্রসঙ্গত, শাড়ির ব্যাপারে মুখ্যমন্ত্রীর পছন্দের কথা জানে না, এমন কোন বাঙালি পাওয়া মুশকিল। রাজনীতির প্রথম লগ্ন থেকে শাড়ি এবং হাওয়াই চটিই প্রধান ভরসা মুখ্যমন্ত্রীর আর এদিন মোহনবাগান ক্লাবের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সবুজ মেরুন পাড়ওয়ালা শাড়ি যে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে, তা বলা বাহুল্য।

একই সঙ্গে এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর দিকে প্রশ্ন উড়ে আসে, “আপনি কোন দলের সমর্থক?” এদিন সেই প্রসঙ্গে খোলসা করে জানান মুখ্যমন্ত্রী। মমতা বলেন, “আমার মাকে মোহনবাগান করতে দেখেছি। আবার দাদা ইস্টবেঙ্গল দলকে প্রচণ্ড ভালোবাসতো। আমার পরিবারে এমন অনেকেই আছে, যারা মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, দুই দলেরই সমর্থক। তবে আবার মহামেডান স্পোর্টিং-এর কোন সমর্থক ছিল না বলে আমি ওই দলও করতাম। বাংলার ফুটবলে যে সকল ছোট ক্লাবগুলোর সমর্থক কম, তাদের প্রতি আমার ভালোবাসা রয়েছে।”

মোহনবাগানের প্রতি স্মৃতির কথা বলতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী জানান, “মোহনবাগানের কথা উঠতেই আমার মায়ের কথা মনে পড়ে যায়। ওঁর প্রিয় দলের খেলা থাকলেই উনি কালীঘাটে নিয়মিত পূজো দিয়ে আসতেন আর খেলা শুরু হলেই বসে পড়তেন রেডিও নিয়ে।” উল্লেখ্য, মোহনবাগান-ইস্টবেঙ্গল দলের প্রতি মুখ্যমন্ত্রীর ভালোবাসা সর্বজনবিদিত। একইসঙ্গে খেলার প্রতিও যে মুখ্যমন্ত্রী বিশেষ ঝোঁক রয়েছে, সে কথা অতীতে বহুবার জানান তিনি।

এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে ফুটবল হাতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তিনি জানান, “আমি দিনে ১০০ টা বল খেলি। আসলে এগুলো করলে হাত এবং পা দুই সক্রিয় থাকে।” এরপরে মঞ্চ থেকে একটি ফুটবলও চেয়ে বসেন মুখ্যমন্ত্রী।

একইসঙ্গে এদিন জনপ্রিয় স্লোগান ‘খেলা হবে’-এর আসল অর্থ খোলসা করেন তিনি। গোটা বাংলা জুড়ে জনপ্রিয় এই স্লোগানের অর্থ জানাতে গিয়ে মমতা বলেন, “অনেকের মনে প্রশ্ন জাগতে থাকে ‘খেলা হবে’ কথাটার মানে কি? আসলে আমাদের জীবনটাই তো খেলা। এখন আমরা জানতে পারি যে, কখন জন্মটা হবে! আসলে যতদিন আমরা বেঁচে থাকব, ততদিন জীবন। তাই খেলতে খেলতে পৌঁছে যেতে হবে জীবন সংগ্রামের পথে।”

সম্পর্কিত খবর

X