“একটা কাক মেরে ঝুলিয়ে দাও! বাকিরা সেই ভয়ে আর আসবে না…” হঠাৎ এমন কেন বললেন মমতা?

বাংলাহান্ট ডেস্ক : উত্তরবঙ্গের প্রভাবশালী তৃণমূল নেতা (Trinamool leader) দেবাশীষ প্রামাণিক গ্রেফতার হয়েছেন বুধবার। ডাবগ্রাম ফুলবাড়ি ব্লকের সভাপতি দেবাশীষ প্রামাণিক। শিলিগুড়ির মেয়র গৌতম দেব এই ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক ছিলেন। অনেকেই মনে করেন গৌতম দেবের ছত্রছায়ায় বেড়ে উঠেছেন দেবাশীষ।

আজ নবান্নের সভা করে বসে মুখ্যমন্ত্রী জানালেন যে তাঁর নির্দেশেই পুলিশ গ্রেফতার করেছে দেবাশীষ প্রামাণিককে। আজ মুখ্যমন্ত্রী বলেন, “ডাবগ্রামে দেখেছেন তো আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি। সরকারি জমি বেচে দিচ্ছিল। ওই জমিগুলোর মিউটেশন হবেনা”। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ধমকের পরেই নড়েচড়ে বসল প্রশাসন।

আরোও পড়ুন : এবার গঙ্গার নিচে মেট্রোতেও হবে না নেটওয়ার্কের সমস্যা! দুর্দান্ত সার্ভিস নিয়ে মুখ খুলল কলকাতা মেট্রো

জমি মাফিয়াদের দৌরাত্ম্যে মুখ্যমন্ত্রী যে প্রচন্ড রকম বিরক্ত তা তিনি গত সপ্তাহে প্রশাসনকে জানিয়েছিলেন। কেন বারবার বলা সত্ত্বেও জমি মাফিয়াদের দমন করতে জেলা শাসকরা পারছেন না সেই বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। গত সপ্তাহে নবান্নে হয়ে যাওয়া এই রুদ্ধদ্বার বৈঠকে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন।

আরোও পড়ুন : স্বাস্থ্য বিমার ক্লেইমের নিয়মে বিরাট পরিবর্তন IRDAI-র! এই ৬ বিধি না জানলে পড়বেন বিপাকে

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, দলের কারোর কারোর সাথে যোগাযোগ রয়েছে জমি মাফিয়াদের। তার সাথে মদত রয়েছে পুলিশেরও। নবান্নে সোমবার মুখ্যমন্ত্রী জবরদখল উচ্ছেদ প্রসঙ্গে বলতে গিয়ে প্রশাসন ও পুলিশকর্তাদের বলেন, “একটা কাক মেরে ঝুলিয়ে দাও। বাকি কাকরা সেই ভয়ে আর আসবে না।”

Mamata Banerjee

রাজনৈতিক মহল মনে করছে, এই সমীকরণেই গ্রেফতার করা হয়েছে দেবাশীষ প্রামাণিককে। অনেকেই ভাবতে পারেননি যে মুখ্যমন্ত্রী নিজেই নিজের দলের ব্লক সভাপতিকে গ্রেফতার করিয়ে দেবেন। তবে দেবাশীষ প্রামাণিকের এই ঘটনার পর অনেকেই সতর্ক হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর