বাংলাহান্ট ডেস্ক : আর জি কর ধর্ষণ কাণ্ড নিয়ে রীতিমতো উত্তাল বঙ্গের রাজনীতি। আর জি কর কাণ্ডে (RG Kar Issue) এবার বিরোধীদের নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হুঁশিয়ারির সুরে মুখ্যমন্ত্রীর (Chief Minister) বক্তব্য, ‘আমাকে আঘাত করলে আমি হয়ে যাই টর্নেডো, সাইক্লোন’।
আর জি কর ইস্যুতে মমতার (Mamata Banerjee) বক্তব্য
আজ মমতা (Mamata Banerjee) বলেন, ‘নিজেকে কেয়ার করি না। মানুষকে কেয়ার করি। যারা দোষী, তাদের কথা না বলে আমাকে মারতে চান। কিছু রয়েছে যদু বংশ। তাঁদের কেউ কেউ আমাদের ভাল জিনিস ভাল বলে। তাদের কাজ বদনাম করে দাও। আমাদের সিইউয়ের ছেলে-মেয়েরা পিএইচডি করা। যাদবপুরেও তাই’।
আরোও পড়ুন : মিলবে বাড়তি মেট্রো! রবিবার WBCS দিতে যেতে নো প্রবলেম! ভোগান্তি এড়াতে দেখুন সময়সূচি
ইতিমধ্যেই এই ঘটনার তদন্তভার গ্রহণ করেছে সিবিআই (Central Bureau of Investigation)। এই আবহে দোষীর ফাঁসির দাবিতে রাজপথে নামলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মৌলালি মোড় থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত আজ বিশাল মিছিল করেন মুখ্যমন্ত্রী।
আরোও পড়ুন : ‘মেয়েকে বিক্রি করে..’বুকে যন্ত্রণা,তবু শিরদাঁড়া সোজা রেখে যা বললেন ‘অভয়া’র বাবা; কেঁদে ফেলবেন
মিছিলের শেষে সমাবেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি চাই না কুৎসা করতে। সিবিআই তদন্ত করছে। বিচারাধীন। আইন হাতে নেবেন না। দোষীদের ফাঁসি চাই। রাম-বামের চক্রান্ত ব্যর্থ করুন। কুৎসাকারীদের ব্যর্থ করুন’। গিয়েছিলেন তো রাতে প্রমাণ নষ্ট করতে। আপনারা ইমার্জেন্সি ভেঙে দিয়েছেন, দামি ওষুধ নষ্ট করেছেন। প্রায় ৫০ কোটি টাকার সম্পদ নষ্ট করেছেন’।
স্বাধীনতা দিবসের রাতে গোটা রাজ্য জুড়ে পালিত হয় ‘রাত দখল’ কর্মসূচি। ১৪ ই আগস্ট ১১.৫৫ মিনিটে আর জি কর হাসপাতালের সামনে থেকে একটি মিছিল বেরিয়ে গেলে একদল দুষ্কৃতি তাণ্ডব চালায় হাসপাতালে। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় আইসিইউ, কোটি কোটি টাকার মেশিন।
এই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী (Chief Minister) আজ বলেন, ‘সিপিএম, ডিওয়াইএফআইয়ের পতাকা আর বিজেপির জাতীয় পতাকা নিয়ে হামলা চালিয়েছে। এরা উন্নাও, হাথরাসের ঘটনার প্রতিবাদ করে না। ফেক ভিডিও তৈরি করা হচ্ছে। বিভিন্ন মিডিয়া ছাড়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ার সব খবর সত্যিই নয়’।