একদম রাজনীতি করবেন না, বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের (West Bengal) মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) সোমবার নরেন্দ্র মোদীকে (Narendra Modi) বলেন, এই সময় কেন্দ্রের রাজনীতি করা উচিৎ না। উনি বলেন, দেশ এখন করোনার সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে, এই সময় রাজনীতি করা একদম উচিৎ না। উনি বলেন, ‘আমরা একটি রাজ্য হিসেবে করোনার বিরুদ্ধে লড়াই করার সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছি। কেন্দ্রের উচিৎ এই গুরুত্বপূর্ণ সময়ে রাজনীতি না করা।”

mamata banerjee 4pti jpg image 975 568

মমতা ব্যানার্জী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বলেন, ‘আমরা আন্তর্জাতিক সীমান্ত আর অন্য বড় রাজ্যের পাশে রয়েছি, আর এর মধ্যে করোনার বিরুদ্ধে লড়াই করা আমাদের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ।” মমতা ব্যানার্জী বলেন, ‘সব রাজ্যকেই সমান গুরুত্ব দেওয়া উচিৎ আর আমাদের টিম ইন্ডিয়া হিসেবে একসাথে কাজ করা উচিৎ।” উনি বলেন, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর সন্মান করা উচিৎ।

কেন্দ্র সম্প্রতি করোনার বিরুদ্ধে লড়াইয়ে পশ্চিমবঙ্গ সরকারকে ধমক দিয়েছিল। কেন্দ্র জানিয়েছিল জনসংখ্যার হিসেবে রাজ্যে পরীক্ষার হার অনেক কম এবং মৃত্যুর হার সবথেকে বেশি। যদিও রাজ্য সরকার বলেছে প্রাথমিক পরিকাঠামোর অভাব থাকার কারণে প্রথম দিকে সক্রিয় মামলার সঠিক তথ্য পাওয়া যায়নি আর এর জন্য রাজ্যে মৃত্যুর দর বেশি।

আরেকদিকে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাকে একটি চিঠি লিখে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভল্লা জানিয়েছিলেন যে, রাজ্যে লকডাউন ঠিক ঠাক পালন করা হচ্ছে না। একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ লাগাতার লকডাউনের লঙ্ঘন করছে। নদীতে স্নান করা হচ্ছে। খেলাধুলা চলছে।

দুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে চিঠি লিখে অভিযোগ করেছিলেন যে, রাজ্যে ভিন রাজ্য থেকে নিয়ে আসা শ্রমিক স্পেশ্যাল ট্রেন ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি নবান্ন থেকে শ্রমিকদের আনার জন্য ট্রেন চাওয়া হচ্ছে না। রাজ্য সরকার শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য উদাসীন। অমিত শাহ এর এই চিঠির পর কেন্দ্র আর রাজ্যের সঙ্ঘাত আরও বেড়ে গেছিল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর