আমি যা তৈরি করেছি, তা খেলাধুলার ইতিহাসে অমর হয়ে থাকবে! যুবভারতির মূর্তি নিয়ে দাবি মমতার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ইস্টবেঙ্গল, মোহনবাগান বা অন্য যে কোনও দলের খেলা দেখতে আপনি যখন সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে যান, তখন কিম্ভুত কিমাকার দুটি পায়ের আদলের মূর্তি অনেকেই দেখেছেন। মূর্তিটির কোমরের ওপর আর কোনও দেহের অস্তিত্ব নেই। সেখানে বসানো আছে একটি বল। আর পা গুলি যথেষ্ট সুগঠিত হওয়ায় অনেকে বলে থাকতেন এ যেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নিম্নভাগের মূর্তি।

মূর্তিটি কে নিয়ে হাসি ঠাট্টা ইয়ার্কি বা প্রশংসা হয় তো অনেকেই করেছেন, কিন্তু কেউই জানতেন না যে এই মূর্তিটির পরিকল্পনা কার ছিল? ১৬ ই আগস্ট মহামেডান তাঁবু উদ্বোধন করতে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এসে একটি চমকপ্রদ তথ্য ভাগ করে নিয়েছিলেন তিনি।

মমতা ব্যানার্জি জানিয়েছেন যে ওই মূর্তির ভাবনাটি তার মাথা থেকেই বেরিয়েছে। তার অঙ্কন অনুযায়ী সেই মূর্তিটির রূপদান করা হয়েছে পরবর্তীতে। প্রসঙ্গত, ২০১৭ সালের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের আগে যখন যুবভারতীকে নতুন রূপদান করা হয় তখন ওই মূর্তিটি স্থাপন করা হয় স্টেডিয়ামের গেটের সামনে।

আরও পড়ুন: আনোয়ারের দুর্দান্ত পারফরম;্যান্সের দিন মোহনবাগানকে টপকে গেল ইস্টবেঙ্গল!

মমতা এ দিন মহামেডান ক্লাব তাঁবুতে এসে বলেন, “ফিফা টুর্নামেন্টের সময় যখন সবাই যুবভারতি স্টেডিয়ামে যান, তখন আপনারা ওখানে একটা অবয়ব-মূর্তি দেখতে পান। মুর্তিটার ওপরের মুখমণ্ডলটা একদম ফুটবলের মতো। আর নীচে দুটো পা রয়েছে। ওটা কার আঁকা জানেন? ওই ডিজাইনটা আমি তৈরি করে দিয়েছিলাম। চিরকাল থাকবে ওখানে খেলার নিদর্শন হিসেবে।”

আজ মুখ্যমন্ত্রী মহামেডান ফুটবল ক্লাবের গ্যালারির আধুনিকীকরণের জন্য ৬০ লক্ষ টাকার অনুদান ঘোষণা করেছেন। মাঠের সংস্কারের আজ নিয়ে তিনি খুশি বলে জানিয়েছেন। পাশাপাশি আগামী মরশুমে সাদা কালো ব্রিগেড যাতে আইএসএল টুর্নামেন্টে অংশগ্রহণ পারে, সেই বিষয়েও তিনি সমর্থকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর