দিদির থেকে শতগুণে বেশি সুন্দরী, এই একটা ভুলেই বলিউডে ভাত জুটল না রেখার বোনের

বাংলাহান্ট ডেস্ক: রেখা (Rekha), নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এমন একটা মুখ যা বিগত এক দশক ধরে একই রকম রয়ে গিয়েছে। সেই একই হাসি, মাদকতা ভরা চোখের দৃষ্টি, বয়স যেন তাঁর কাছে এসে থমকে দাঁড়ায়। উইকিপিডিয়া বলছে, তাঁর বয়স ৭০ ছুঁইছুঁই। অথচ এই বয়সেও নিজেকে তিনি যেভাবে মেনটেন করে রেখেছেন তা দেখে অবাক হয়ে যেতে হয়। তবে আজকের প্রতিবেদন রেখাকে নিয়ে নয়, বরং তাঁর বোন রাধাকে (Radha) নিয়ে।

অনেকেই জানেন, রেখার আসল নাম ভানুরেখা গণেশন। তবে অভিনয় জগতে রেখা নামেই জনপ্রিয় তিনি। জেমিনি গণেশন এবং পুষ্পাবল্লির কন্যা রেখা কিন্তু বাবা মায়ের একমাত্র সন্তান নন। তিনটি বিয়ে করেছিলেন তাঁর বাবা জেমিনি গণেশন। আপন এবং সৎ মিলিয়ে মোট মোট সাত ভাই বোন রয়েছে রেখার। রাধা হলেন তাঁর আপন মায়ের পেটের বোন।

   

Meet rekha sister radha who is more beautiful than her

রেখা এবং রাধা দুজনের মুখের এতটাই বেশি মিল যে অনেকেই তাঁদেরকে যমজ বলে ভুল করেন। সৌন্দর্যের দিক দিয়ে দিদিকে সমানে সমানে টক্কর দেওয়ার ক্ষমতা রাখেন বোন। এমনকি অনেকের মতে, রেখার থেকেও রাধার সৌন্দর্য অনেক বেশি। তিনি অনেক বেশি গ্ল্যামারাস।

আরও পড়ুন: আর রাখঢাক নয়, পিঙ্কির সঙ্গে বিচ্ছেদের আগেই একসঙ্গে নতুন পথচলা শুরু কাঞ্চন-শ্রীময়ীর

উল্লেখ্য, রেখার মতো বোন রাধাও কিন্তু বিনোদন জগতেরই সদস্য ছিলেন। মডেলিং জগতে বেশ নামডাক হয়েছিল তাঁর। শুধু তাই নয়, তামিল ইন্ডাস্ট্রির কিছু ছবিতেও অভিনয় করেছিলেন রাধা। কিন্তু দিদির মতো জনপ্রিয়তা পেতে পারেননি বোন।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে নয়া রেকর্ড গড়ে ইতিহাস রচনা, শাহরুখ-সলমনকেও পেছনে ফেলল সানির ‘গদর ২’

Meet rekha sister radha who is more beautiful than her

শোনা যায়, বলিউডের ক্লাসিক ছবি ‘ববি’র জন্য নাকি প্রথম পছন্দ ছিলেন রাধা। তাঁকেই বাছাই করা হয়েছিল ঋষি কাপুরের নায়িকা হিসেবে। কিন্তু শেষমেষ সেই ছবি তাঁর করে ওঠা হয়নি। তার বদলে ববির নায়িকা হন ডিম্পল কাপাডিয়া। এক সময় অভিনয় জগৎ থেকেই হারিয়ে যান রাধা।

ছোটবেলার বন্ধু ওসমান সাইদকে বিয়ে করে তিনি পাড়ি দেন মার্কিন মুলুকে। স্বামী সন্তান নিয়ে সেখানেই সংসার পেতেছেন রাধা। রেখার সঙ্গে একাধিক বার ক্যামেরার মুখোমুখি হয়েছেন তিনি। দিদির মতোই সৌন্দর্য ধরে রেখেছেন রাধা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর