বিশ্বের সেরা দশ স্কুলের মধ্যে হাওড়ার এক বিদ্যালয়ের নাম, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, ব্রিটেনে একটি গবেষণা মূলক সমীক্ষা বের করা হয় আর সেই সমীক্ষা পেশ হতেই বাংলার মুকুটের জুড়ে গেলো নতুন এক পালক। উল্লেখ্য, গোটা বিশ্বের মধ্যে প্রধান 10 টি সেরা অনুপ্রেরণামূলক স্কুলের তালিকা প্রকাশ করা হয়, যেখানে স্থান পেয়েছে হাওড়ার বেলিলিয়াস রোডের একটি মিশন স্কুল। নাম সামারিতান মিশন স্কুল। গোটা বিশ্বের মধ্যে সেরা দশে জায়গা করে নিতে পেরে স্বভাবতই খুশি স্কুল কর্তৃপক্ষ থেকে গোটা রাজ্যবাসী। এই খবরটি সামনে উঠে আসার পরে একটি টুইট করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “সামারিতান মিশন স্কুল একাধিক বাধা এবং প্রতিকূলতার মধ্যে দিয়ে তৈরি করা হয় আর বর্তমানে তারা যে স্থানে পৌঁছেছে এবং যে কীর্তি অর্জন করে চলেছে, তা প্রশংসনীয়। আমি তাদেরকে অভিনন্দন জানাই।”

মুখ্যমন্ত্রীর পাশাপাশি এই খবরে খুশি স্কুল কর্তৃপক্ষ এবং গোটা বঙ্গবাসী। স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, “বর্তমানে গোটা বিশ্বের মধ্যে সেরা 10 টি স্কুলের মধ্যে থাকতে পেরে আমরা খুশি। বিদ্যালয়ের সঙ্গে জড়িত সকলের কঠোর পরিশ্রমের দ্বারা এই সাফল্য পাওয়া সম্ভব হয়েছে। আমাদের এই স্থানে আগে নেশাখোরদের আড্ডা বসতো। ফলে সেখানে স্কুল গড়ে তোলা সহজ কাজ ছিল না। তবে আমরা 2001 সালে কয়েকজন ছাত্রছাত্রী নিয়ে পড়াশোনা শুরু করি এবং এরপর পুলিশ প্রশাসন ও একাধিক মানুষের সহায়তায় আজ আমরা এই সাফল্য পেয়েছি।”

jpg 20220611 123318 0000

উল্লেখ্য, সামারিতান মিশন স্কুলে বাংলা, হিন্দি, উর্দু এবং ইংরেজি ভাষা শেখানো হয়। তবে শুধু পড়াশোনা নয়, খেলাধুলা সহ অন্যান্য একাধিক ক্ষেত্রে তাদেরকে স্বাবলম্বী করে তোলা হয় বলে জানা গিয়েছে।


Sayan Das

সম্পর্কিত খবর