‘প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন মমতা!’, আসন্ন লোকসভা নিয়ে ভবিষ্যদ্বাণী অমর্ত্য সেনের

বাংলা হান্ট ডেস্ক : ২০২৪ সালের লোকসভা নির্বাচন নিয়ে বড় মন্তব্য করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। আসন্ন লোকসভায় বিজেপি (BJP) একপেশেভাবে জিতে যাবে এটা ধরে নিলে ভুল হবে বলেই মনে করেন তিনি। এদিন তিনি বলেন, ২৪-এর লোকসভায় আঞ্চলিক দলগুলি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুধু তাই নয়, এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দেশের প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা রাখেন বলে মনে করেন তিনি।

অমর্ত্য সেন বিজেপি এবং নরেন্দ্র মোদির (Narendra Modi) একরোখা বিরোধী। তবে এভাবে প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কে নিয়ে মন্তব্য কখনও করেন নি। তিনি বামমনস্ক। ২০২৪ সালের লোকসভার আগে অমর্ত্য (Amartya Sen) একপ্রকার স্পষ্টই বলে দিলেন, প্রধানমন্ত্রী পদে মমতার যোগ্যতা নিয়ে কোনও প্রশ্নই তাঁর মনে নেই। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘মমতার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই, এমনটা কিন্তু একেবারেই নয়। বরং আমার মনে হয় মমতা ভীষণভাবেই যোগ্য প্রধানমন্ত্রী পদের জন্য।’ তবে এরই সঙ্গে নোবেলজয়ী অর্থনীতিবিদ আরও বলেন, ‘এটা এখনও প্রতিষ্ঠিত হয়নি যে, বিজেপির বিরুদ্ধে যে ক্ষোভ তৈরি হয়েছে, মমতা সেটাকে কাজে লাগিয়ে সবাইকে একত্রিত করে দেশে বিভেদকামী শক্তিকে রুখে দিতে পারেন।’

Untitled design 60 2

নোবেলজয়ী অর্থনীতিবিদ মনে করেন, বিজেপি ২০২৪ লোকসভা ভোট (2024 Lok Sabha Election) জিতে গিয়েছে ধরে নেওয়াটা মস্ত বড় ভুল হবে। তাঁর মতে, ‘একাধিক আঞ্চলিক দল ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ডিএমকে (DMK) ভীষণ গুরুত্বপূর্ণ, তৃণমূল ভীষণ গুরুত্বপূর্ণ। সমাজবাদী পার্টিরও শক্তি আছে। তবে ওরা কতদুর যাবে সেটা জানি না।”

অর্থনীতিবিদের অভিযোগ, ‘বিজেপি (BJP) ভারতের দৃষ্টিভঙ্গিকে সীমাবদ্ধ করে দিয়েছে। ভারত সম্পর্কে ধারণাটাকে এরা এত সংকীর্ণ করে দিয়েছে যে এখন ভারতকে শুধু হিন্দু ভারত বা হিন্দি বলয়ের ভারত হিসাবে দেখা হচ্ছে। যদি বিজেপির কোনও বিকল্প না পাওয়া যায় তাহলে দেশের বাকি অংশের প্রতি সেটা অন্যায় করা হবে।’

Sudipto

সম্পর্কিত খবর