বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায়দানের (SSC Verdict) পর থেকে একাধিকবার এই নিয়ে সুর চড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ২০১৬ সালের পরীক্ষার গোটা প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। এরপর তৃণমূল নেত্রী কখনও এই রায়কে ‘বেআইনি’ বলেছেন, কখনও আবার দাবি করেছেন, ‘বিজেপির কথায় এই রায় হয়েছে’। এবার এই নিয়ে পাল্টা দিলেন তমলুকের বিজেপি (BJP) প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)।
কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতির চাকরি ছেড়ে লোকসভা ভোটের আগে রাজনীতির ময়দানে পা রাখেন অভিজিৎ। এরপর থেকে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন। মঙ্গলবার যেমন এবিপি আনন্দের মুখোমুখি হয়ে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তীব্র আক্রমণ করেন তিনি।
অভিজিৎ বলেন, ‘উনি এতই অশিক্ষিত যে আইনি বেআইনি কিছুই বোঝেন না। মঞ্চের ওপর ভারতনাট্যম নেচে নেচে শুধু সংলাপ বলতে পারেন’। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চের রায়কে ‘বেআইনি’, ‘বিজেপির কথায় এই রায় হয়েছে’ বলে তোপ দেগেছেন মমতা। সেই সঙ্গেই চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার বার্তাও দিয়েছেন। এই মন্তব্যের রেশ টেনে সরাসরি তৃণমূল নেত্রীর নাগরিকত্ব নিয়ে সওয়াল করেন তমলুকের পদ্ম প্রার্থী।
আরও পড়ুনঃ এবার যা করব…! নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্যসচিবকে চরম হুঁশিয়ারি হাইকোর্টের, ঘুম উড়ল রাজ্যের
অভিজিৎ বলেন, ‘সম্পূর্ণ বাজে কথা। একথা যিনি বলেন তিনি ভারতীয় নন। আপনারা খোঁজ নিন ওনার নাগরিকত্ব আসলে কোথাকার, উনি কোথাকার নাগরিক’। একইসঙ্গে বিজেপি প্রার্থী দাবি করেন, নিয়োগ দুর্নীতিতে অনেকেরই নাম উঠে এসেছে। ‘ধেড়ে ইঁদুর’ এবং ‘মাথা’ জলদিই ধরা পড়বেন বলে মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, যে এসএসসি মামলার রায়ে সম্প্রতি ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল হয়েছেন, সেই মামলার তদন্তভার প্রথম সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের তৎকালীন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০২১ সালের নভেম্বর মাসে এই নির্দেশ দেন তিনি। এরপর ঠিক আড়াই বছরের মাথায় সম্পূর্ণ প্যানেল বাতিলের রায় দিল আদালত।