মমতার মাস্টারস্ট্রোক! পাহাড়ে গিয়েই এত কোটির প্রকল্পের উদ্বোধন, দিলেন ভুরি ভুরি ‘কাজের ফিরিস্তি’

বাংলাহান্ট ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কয়েকদিনের জন্য গিয়েছেন দার্জিলিং সফরে। অন্যদিকে, এবছর প্রথমবার সরস মেলা আয়োজিত হয়েছে দার্জিলিংয়ে। বুধবার সরস মেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রীকে রীতিমত ‘কল্পতরু’ রূপে পেলেন পাহাড়বাসীরা। দার্জিলিং সফরে থাকাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন ১৬১ কোটি টাকার প্রকল্প।

দার্জিলিংয়ে পা রাখতেই মমতাময়ী মমতা (Mamata Banerjee)

পানীয় জল থেকে রাস্তা, চা শ্রমিকদের জন্য একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। The West Bengal Index-র এক্স হ্যান্ডেল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধন করা এই প্রকল্পগুলির মাধ্যমে উপকৃত হবেন প্রায় ৫৬ হাজার উপভোক্তা। মুখ্যমন্ত্রী এদিন আরো জানান, GTA এলাকায় ১১ হাজারটিরও বেশি স্বনির্ভর গোষ্ঠী গড়ে তোলা হয়েছে।

Mamata Banerjee

এদিনের একটি সভায় মুখ্যমন্ত্রী জানান, গত কয়েক বছরে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনকে (জিটিএ) (Gorkhaland Territorial Administration) ১৫০০ কোটি দেওয়া হয়েছে। গত কয়েক বছরে পশ্চিমবঙ্গ সরকার প্রায় ১১ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত করেছে। আরো ৪ হাজার কোটি টাকার প্রকল্পের কাজ চলছে।

আরোও পড়ুন : ফের খাস কলকাতায় উদ্ধার ‘টাকার পাহাড়’! এবার কার বাড়িতে? ED হানা দিতেই…

সরকারের তরফে প্রায় ৫০০ কোটি টাকার ঋণ প্রদান করা হয়েছে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীকে। মুখ্যমন্ত্রীর কথায়, গত কয়েক বছরে দার্জিলিংয়ে (Darjeeling) প্রায় ৫৪ হাজার জমির পাট্টা হস্তান্তর করা হয়েছে সরকারের তরফে। সরস মেলা থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন বিদেশে দার্জিলিং চায়ের নামে খারাপ চা বিক্রি করা হচ্ছে।

মুখ্যমন্ত্রীর অভিযোগ,  “দার্জিলিঙের চা বলে বিদেশে খারাপ চা বিক্রি করা হচ্ছে। রাজ্য সরকার এই চক্রান্ত ব্যর্থ করবে।” এমনকি এদিনের সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী নিশানা করেন মোদি সরকারকেও। হুঁশিয়ারি দিয়ে এদিন মমতা বলেন, “ভোটের সময় ভোট নিয়ে চলে যায় কেন্দ্র। রাজ্যের উন্নয়নে টাকা দেয় না কেন্দ্র। উন্নয়নের নামে বিক্রি করা যাবে না পাহাড়কে।”


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর