বাংলাহান্ট ডেস্কঃ ইতিমধ্যেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi) দ্বিতীয় দফার লকডাউন (lockdown 2.0) ঘোষনা করেছেন দেশজুড়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (mamata Banerjee) প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে লকডাউনকে সফল করতে উপযুক্ত ব্যাবস্থা নিতে শুরু করেছে। বুধবার সাংবাদিক সম্মেলন করে সেকথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় দফার লকডাউনে বেশ কিছু সিদ্ধান্তের কথা।
আজ সাংবাদিক সম্মেলনে এই পর্যায়ে বেশ ক্ষেত্রে ছাড় দেওয়ার ঘোষনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কৃষি, ছোটো শিল্প অঞ্চলের শিল্প উৎপাদন এর ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। ছাড় রয়েছে একশো দিনের কাজের ক্ষেত্রেও।
পাশাপাশি, রাজ্যের বেশ কিছু পরিসরকে দ্বিতীয় দফার লকডাউন থেকে বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে,
-সমস্ত একাদশ শ্রেণির পরিক্ষার্থীকে পাশ ঘোষনা করে দেওয়া হয়েছে
_ডেপুটি সেক্রেটারি স্তরের আধিকারিকরা কাজ করবেন
_গ্রামীণ শিল্প চালু করা যেতে পারে, তবে মানতে হবে বিধি নিষেধ।
_ছোটো শিল্পতালুক চালু করা যেতে পারে, এক্ষেত্রে 15 শতাংশ বেশি কর্মী একসাথে কাজ করবেন না
_২০ এপ্রিলের পর একশো দিনের কাজ শুরু করা যেতে পারে
_প্রত্যেক ক্ষেত্রে ১৫ শতাংশ শ্রমিক কাজে লাগানো হবে
_ভিন রাজ্যের শ্রমিকদের ৩-৪ দিন ছেড়ে দেওয়া হবে
_রাজ্যের সব কটি জুটমিলে নিয়ম মেনে কাজ শুরু করা যেতে পারে
এদিন রাজ্যবাসীকে মাস্ক পড়ার অনুরোধও করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজ্যে করোনা মোকাবিলায় রাজ্যপালএর প্যারা মিলিটারি ব্যাবহার করার পরামর্শকেও কটাক্ষ করতে ছাড়েন নি। নাম না করে কটাক্ষ করেন বিরোধী শিবির গুলিকেও।