রমজান মাসে ঘরে বসে প্রার্থনা করার উপদেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

করোনা ভাইরাসের মোকাবিলা করতে সবাই এখন স্বেচ্ছায় ঘর বন্দী। তাদের ইচ্ছে হলেও কোনো উৎসব অনুষ্ঠান পালন করার নিয়মিত নেই। কিন্তু টা বলে তো আর সময় থেমে নেই। দেখতে দেখতে চলেই এলো পবিত্র রমজান। আজ রমজানের শুভ সূচনা হলো আর সেই উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) জানান যে এই সময়ে প্রত্যেককে বাড়িতে থাকতে হবে। বাড়ি থেকে যেন অবশ্যই তারা নিয়ম মেনে আচার পালন করেন। এদিন তিনি টুইট করে লেখেন,

“প্রত্যেককে রমজ়ানের শুভেচ্ছা ৷ একমাস উপবাসের জন্য প্রত্যেককে শুভেচ্ছা রইল ৷ এই পবিত্র মাসে নিজেদের চিনে নেওয়া এবং নতুন করে তৈরি করার প্রয়োজন ৷ সাধারণ মানুষের সুরক্ষার দিকটি বিচার করে এবং সমাজকে সুস্থ ও ভাইরাস মুক্ত করতে আমি আপনাদের কাছে ঘরে থেকে প্রার্থনা করার আর্জি জানাচ্ছি ৷

IMG 20200424 WA0024

পবিত্র রমজ়ান মাসে চলুন আমরা প্রতিজ্ঞা করি, প্যানডেমিককে হারাতে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব ৷ শান্তি ও সম্প্রীতি বজায় রাখব ৷ আমরা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি ৷ ঈশ্বর সবার ভালো করুন ৷ ঘরে থাকুন ৷ সমস্ত সুরক্ষা মেনে চলুন ৷ ”
চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যে মৃত্যু দূত হয়ে এসে পৌঁছেছে পৃথিবীতে। প্রায় সব দেশ এখন করোনা আতঙ্কে দিন কাটাচ্ছে। দিন থেকে রাত আর রাত থেকে দিন যে কখন চলে যাচ্ছে টা বোঝার উপায় নেই। কারণ বিপদ থেকে বাঁচতে এখন সবাই গৃহ বন্দী। আর চীনের উহানে পরে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এই ভাইরাস এর প্রকোপ এড়াতে মানুষের ঘরে স্বেচ্ছা বন্দী দশা।

সম্পর্কিত খবর