লোকসভা ভোটের পর ফের বিজেপি বিরোধী দলের আলোচনায় সভায় মমতা ব্যানার্জী

বাংলাহান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গের(westbengal) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee) দেশে কোভিড -১৯ এর পরিস্থিতি এবং লকডাউনের প্রভাব নিয়ে আলোচনা করতে বিরোধী দল কংগ্রেসকে ডেকে মঙ্গলবার অনলাইন সভায় যোগ দেওয়ার কথা জানান। প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় অনেক চেষ্টা করেছেন যাতে করোনা পরিস্থিতি নিয়ে কোনো সমস্যা না হয়। করোনার ভাইরাসের কারণে সারা ভারতে লকডাউন চলছে আর সারা দেশে বেকার কয়েক হাজার অভিবাসী দীর্ঘ পথ এবং পায়ে হেটে বা সাইকেলে বা ট্রাকে করে তাদের বাড়িতে ফিরতে হয়েছে। পাশাপাশি দেশের এই পরিস্থিতিতে অনেক ট্রেনের ব্যবস্থা করা হলেও অনেক শ্রমিকদের অনেক সমস্যার মুখে পড়তে হচ্ছে ।

IMG 20200519 WA0030

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মত 

কংগ্রেস শুক্রবার দেশে অভিবাসী শ্রমিকদের পরিস্থিতি এবং শ্রম আইন পরিবর্তন সম্পর্কে আলোচনা করতে অন্য দলগুলোর একটি সভা আহ্বান করেছে।এদিন মমতা  বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে জানান, “বিরোধী দলগুলি শুক্রবার সন্ধ্যায় ভিডিও কনফারেন্স থেকে বর্তমান কোভিড -১৯ পরিস্থিতি এবং লকডাউনের প্রভাব নিয়ে আলোচনা করতে বৈঠক করবে। আমিও সেখানে থাকব।”

সম্পর্কিত খবর