রাজ্যে NRC নিয়ে প্রতিবাদ করলেও দিল্লি গিয়ে সংখ্যালঘুদের আশ্বস্ত করতে পারলেন না মমতা ব্যানার্জি

 

বাংলা হান্ট ডেস্ক : ফনি নিয়ে কোথায় ছিলেন মুখ্যমন্ত্রী কেন বসেননি মিটিংএ সেইসময়? নবীন পট্টনায়ক বসেছিলেন মিটিংয়ে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একের পর এক নীতি আয়োগের বৈঠ এড়িয়েছেন। এমনকি প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানেও হাজির হননি।

মুখ্যমন্ত্রী  দিন কয়েক আগেই বড় মিছিল করেছিলেন। চড়া সুর চড়িয়েছিলেন কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে। কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই পালটে ফেললেন ভোল।

দীর্ঘ দিনের তিক্ততাকে দূরে সরিয়ে রেখে উন্নয়নের স্বার্থে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের জন্য একগুচ্ছ দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা। যার মধ্যে অন্যতম হল- বাংলার আর্থিক উন্নতির স্বার্থে ১৩ হাজার ৫০০ কোটি টাকা চেয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ থেকে বদলে বাংলা করার দাবিও করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

IMG 20190919 133848

বৈঠক খুবই ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের নানাবিধ সমস্যার কথা শুনেছেন প্রধানমন্ত্রী। পশ্চিম সীমান্তের জেলাগুলিতে অবস্থিত কয়লা খাদানের সমস্যা নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী ও সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। কি বক্তব্য তাঁদের? অধীর বাবু বলেন “রাজ্যের দবিদাওয়া নিয়ে কথা বলতে হলে তো বাজেটের আগে দেখা করতে হত।

ওপর দিকে সুজন বাবু বলেন রাজ্যে তো মমতা বন্দ্যোপাধ্যায় বাঘ সাজছিলেন। হঠাত্ বেড়াল হয়ে গেলেন কী করে! সরকারের সঙ্গে সরকারের বৈঠক যদি হয়, তা হলে তো ফাইলপত্র থাকবে, অফিসাররা থাকবেন। এ বৈঠকে তো কিছুই দেখা গেল না। শুধু মোদী আর মমতা, মাঝখানে ফুল! এ আবার কেমন সরকারি বৈঠক!

সম্পর্কিত খবর