শাহের পদত্যাগের দাবি মমতার! স্বরাষ্ট্রমন্ত্রীর সরকার ফেলার মন্তব্যের জেরে রণহুঙ্কার মুখ্যমন্ত্রীর

বাংলাহান্ট ডেস্ক : চৈত্রের দহনের দুপুরে সিউড়িতে জনসভা করেছিলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বীরভূমে এসে সরাসরি মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তোপ দাগেন শাহ। রীতিমতো চ্যালেঞ্জের সুরে শাহ বলেন, “মমতাদিদি যতই চান না কেন, ভাইপো মুখ্যমন্ত্রী হতে পারবেন না।”

বিজেপির জনসভা থেকে হুংকারের সুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ২০২৪ এর লোকসভা ভোটে ৩৫টি আসনে বিজেপি জিতলেই ২০২৫ সালে তৃণমূল সরকারের পতন হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্নে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সেই বক্তব্যের প্রেক্ষিতে অমিত শাহর পদত্যাগের দাবি করলেন।

আজ মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “অমিত শাহ বাংলায় মিটিং করতে এসেছিলেন ১৪ই এপ্রিল। তিনি জনসভা করতেই পারেন। তিনি পার্টি ও জনগণের উদ্দেশ্যে কি বলবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে সংবিধানের দায়িত্ব কাঁধে নিয়ে তিনি কখনোই বলতে পারেন না লোকসভায় ৩৫ টি আসন জিতলেই বাংলার সরকারের পতন হবে।”

এদিন মমতা আরো বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে তিনি চক্রান্ত করছেন। ওনার এতটাই ঔদ্ধত যে তিনি সংবিধান রক্ষা করার বদলে সরকারে ফেলে দেওয়ার চক্রান্ত করছেন। মমতার প্রশ্ন, “কোন আইনে উনি সরকার ফেলে দেওয়ার কথা বলছেন? তাহলে সংবিধান, আইন কি বদল করার চেষ্টা হচ্ছে?”

amit shah cm mamata

তৃণমূল সরকারের পতনের বক্তব্য নিয়ে অমিত শাহর বিরুদ্ধে এর আগেই সুর চড়িয়েছিল ঘাসফুল শিবির। এবার তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহর পদত্যাগের দাবি করলেন। আজ নবান্নে মুখ্যমন্ত্রী বলেন বিজেপির ৩৫ টি আসন জেতার স্বপ্ন অধরাই থেকে যাবে। নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী আজ বলেন, “আগে পাঁচটা আসন পেয়ে দেখা, তারপর তো ৩৫ টা পাবি!”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর