বাংলা হান্ট ডেস্কঃ ২০১৬ সালের ১ মে ‘উজ্জ্বলা যোজনা’ (Pradhan Mantri Ujjwala Yojana scheme) চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের অধীনে সরকার দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে এলপিজি সংযোগ দিয়ে থাকে। প্রধানমন্ত্রী দ্বারা চালু হওয়ার পর থেকেই দেশ জুড়ে এই ‘উজ্জ্বলা যোজনা’র জনপ্রিয়তা তুঙ্গে। পশ্চিমববঙ্গেও তার ব্যতিক্রম নয়। তবে এবার এই যোজনা নিয়েই রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
শুভেন্দু অধিকারীর অভিযোগ, কেন্দ্র সরকারের এই প্রকল্পটি বন্ধ করতে প্রশাসনের অপব্যবহার করে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার। এই নিয়ে এদিন সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করেন শুভেন্দু। নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে শুভেন্দু লেখেন, “ভয়পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে ১,২৩,৭১,০২২ (এক কোটি তেইশ লক্ষ একাত্তর হাজার বাইশ) পরিবার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনাকে (PMUY) বেছে নিয়েছে। আর এই তথ্য দেখেই ভয়ে রয়েছেন মমতা।
বাংলায় কেন্দ্রীয় প্রকল্প গুলি চালাতে দেয়না রাজ্য সরকার। বহুদিন থেকেই এই অভিযোগে সরব বিজেপি। এদিনও এই ইস্যু তুলে শুভেন্দু বলেন, “আয়ুষ্মান ভারত এবং প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা (PMFBY) এর মতো কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির সুবিধা থেকে থেকে তিনি বাংলার সাধারণ মানুষদের বঞ্চিত করছেন। আর এবার তিনি উজ্জ্বলা যোজনা নিয়ে পড়েছেন।”
শুভেন্দুর অভিযোগ, “পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PMUY) ব্যাপক জনপ্রিয়তা দেখার পর এই রাজ্যে প্রকল্পটি বন্ধ করতে প্রশাসনের অপব্যবহার করছেন মমতা।” নিজেই টুইতেই পশ্চিমবঙ্গে PMUY-এর সাফল্যের পরিসংখ্যানও তুলে ধরেছেন শুভেন্দু।
শুভেন্দুর টুইট: https://twitter.com/SuvenduWB/status/1747128950919430475?t=ztl_EfEn0MRCBMCHxAlOCA&s=08
আরও পড়ুন: এবার বাংলায় চালু হবে ‘অন্নপূর্ণা প্রকল্প’, প্ৰতি মাসে মহিলারা পাবেন ২০০০! কবে? বিরাট ঘোষণা সুকান্তর
তার উল্লেখ, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY) প্রথম পর্যায়:-
ভারতে মোট সংযোগ – ৮ কোটি আর পশ্চিমবঙ্গে সংযোগ – ৮৮,০৮,২৭৫ (আটাশি লক্ষ আট হাজার দুইশ পঁচাত্তর)। যা মোট সংযোগের প্রায় ১১%।
উজ্জ্বলা ২.০। এলপিজি সংযোগ ০৮ জানুয়ারী, ২০২৪ পর্যন্ত এই প্রকল্পে ভারতে মোট সংযোগ – ২,০৬,৩৬, ০৯০ (দুই কোটি ছয় লাখ ছত্রিশ হাজার নব্বই)
আর পশ্চিমবঙ্গে তার পরিমাণ- ৩৫,৬২,৭৪৭ (পঁয়ত্রিশ লক্ষ বাষট্টি হাজার সাতশ সাতচল্লিশ) যা মোট মোট সংযোগের ১৭.২৬ শতাংশ। প্রশাসনিক স্তরে এই প্রকল্পের প্রতিবন্ধকতা দূরকরণে গোটা এই বিষয়ে হস্তক্ষেপ চেয়ে মুখ্য সচিবের কাছে একটি চিঠি লিখেছেন শুভেন্দু।
চিঠিতে শুভেন্দু লিখেছেন, অনেক গরিব মানুষ এলপিজি সংযোগের জন্য আবেদন জমা দেওয়ার জন্য তাদের নিকটতম পরিবেশকদের সাথে দেখা করলে তৎক্ষণাৎ তাদের আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে। একটি অযৌক্তিক কারণ উল্লেখ করে বলা হচ্ছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY) বর্তমানে পশ্চিমবঙ্গে চালু নেই এবং কোন নতুন অ্যাপ্লিকেশনও গ্রহণ করা হচ্ছে না।
কয়েকজন ডিস্ট্রিবিউটরের সাথে যোগাযোগ করার পর, তারা আমাকে গোপনে জানিয়েছেন যে তাদের নিজ নিজ জেলার জেলা ম্যাজিস্ট্রেটরা নতুন সংযোগের জন্য আর কোনো আবেদন গ্রহণ না করার জন্য মৌখিক নির্দেশ জারি করেছেন। এমনকি নির্দেশ না মানলে তার ফল ভালো হবেনা বলেও তাদের শাশানি দেওয়া হয়েছে। ” এই প্রকল্পের সাফল্যের দিক তুলে মুখ্য সচিবের হস্তক্ষেপ চেয়ে তাকে চিঠি দিয়েছেন শুভেন্দু।