নিউটাউনের বাজারে ট্রাফিক ফাইন ৫০০ টাকা! জানতেন না মমতাও! সিদ্ধান্ত বাতিল করল কর্তৃপক্ষ

বাংলা হান্ট ডেস্ক : ফের ট্রাফিকে ফাইন নিয়ে গন্ডগোল। এর আগেও একবার উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। সেবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) সঙ্গে পরোক্ষ ভাবে বিরোধ বেঁধেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। পরিস্থিতি এতাটাই খারাপ জায়গায় চলে যায় যে বিরোধীরাও এই প্রসঙ্গে কটাক্ষ করতে শুরু করে।

এবার কার্যত সেই ঘটনারই পুনরাবৃত্তি দেখা গেল। নিউটাউন বাজারে ৫০০ টাকা ট্রাফিক আইন ধার্য করা হয়, যা নাকি জানতেন না খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। গোলমালের সৃষ্টি হলে তড়িঘড়ি এই ইস্যুতে ব্যবস্থা নেয় সরকার। ড্যামেজ কন্ট্রোলে হাজির হন দলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে কুণাল লেখেন, ‘নিউটাউনের বাজারে ট্রাফিক ফাইন ৫০০ টাকা যেটি এনকেডিএ চালু করেছিল, তা আপত্তিকর, বিভ্রান্তিকর ও জনবিরোধী। @MamataOfficial এটি জানতেন না। মানুষের হয়রানির কথা জানতে পেরেই তাঁর নির্দেশ, এই ফাইনের সিদ্ধান্ত প্রত্যাহার ও বাতিল করা হচ্ছে।’


Sudipto

সম্পর্কিত খবর