নিজের প্রকল্পেই বাদ মমতা! শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্ধোধনে আমন্ত্রিত নন মুখ্যমন্ত্রী! ক্ষুব্ধ ফিরহাদ

বাংলা হান্ট ডেস্কঃ বিগত বেশ কয়েক বছর ধরে শিয়ালদহ মেট্রো স্টেশনের (Sealdah Metro Station) উদ্বোধনের দিকে তাকিয়ে ছিল গোটা শহরবাসী। আগামী ১১ ই জুলাই সেই অপেক্ষার শেষ হতে চলেছে। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোপথের উদ্বোধন করা হতে চলেছে। স্বাভাবিকভাবেই এর কারণে মানুষের যাত্রাপথ অনেক সহজ হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। তবে রেল সূত্রের খবর, এক্ষেত্রে ১৪ ই জুলাই থেকে মেট্রোতে সফর করতে পারবেন সকল শহরবাসী। তবে বর্তমানে এই উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক বিতর্ক।

তৃণমূলের দাবি, শিয়ালদহ মেট্রো প্রকল্পের সূচনা যে মুহূর্তে হয়, সেই সময় দেশের রেলমন্ত্রী ছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে নাকি আমন্ত্রণ করা হয়নি মমতাকেই আর এ নিয়ে এদিন কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলো তৃণমূল কংগ্রেস। যদিও রেলের তরফ থেকে এ সম্পর্কে বিশেষ কোনও মন্তব্য করা হয়নি। তবে সূত্র মারফত খবর মিলেছে যে, শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের এই মেট্রোর উদ্বোধন করতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

এই প্রসঙ্গে এদিন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, “বাংলার মানুষকে এরা বোকা বানিয়ে চলেছে। আমরা সবাই জানি যে, বর্তমানে শিয়ালদহে যে মেট্রো প্রকল্পটির উদ্বোধন হতে চলেছে, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা। তিনি রেলমন্ত্রী থাকাকালীন এটি শুরু হয়েছিল। আমরাও এই পরিকল্পনায় সবরকম সাহায্য করি। জমি দেওয়া থেকে শুরু করে সবকিছুতেই রাজ্য সরকার এগিয়ে ছিল। তবুও উদ্বোধনী অনুষ্ঠানে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এভাবে যদি কেন্দ্র আমাদের দিক থেকে সহযোগিতার হাত সরিয়ে নেয়, তবে সেটা অনুচিত।”

Sealdah metro

এই প্রসঙ্গটি নিয়ে বর্তমানে বিতর্ক সৃষ্টি হয়ে চলেছে। এদিন মেট্রোরেলের এক আধিকারিক জানান, “আগামী ১১ই জুলাই শিয়ালদহে মেট্রোপথের উদ্বোধন করা হবে। তবে যাত্রীরা আগামী ১৪ তারিখ থেকে যাতায়াত করতে পারবেন। এর ফলে যানজটের চিত্র অনেকটাই বদলে যাবে।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর