প্রধানমন্ত্রী ও রাজ্যের ত্রাণ তহবিলে ৫ লক্ষ করে মোট ১০ লক্ষ টাকা অনুদান দিলেন মমতা ব্যানার্জী

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের (COVID-19) মোকাবিলা করার জন্য দেশের প্রধানমন্ত্রী এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা বিভিন্ন ত্রাণ তহবিলের আয়োজন করেছেন। এই ত্রাণ তহবিলে সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিরা বিভিন্ন সময়ে তাঁদের সাধ্যমত অর্থ দান করেছেন। এবার দেশের প্রধানমন্ত্রীর কেয়ার ফান্ডে এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন খোদ পশ্চিমবঙ্গের (West bengal) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

 

প্রধানমন্ত্রীর কেয়ার ফান্ডে দান করলেন ৫ লক্ষ টাকা এবং নিজের অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন ৫ লক্ষ টাকা। সব মিলিয়ে তিনি মোট ১০ লক্ষা টাকা দান করলেন, যা নিজস্ব সঞ্চয় থেকে। মুখ্যমন্ত্রী যেহেতু কোন বেতন নেন না, তাই তিনি নিজের সঞ্চিত অর্থের থেকে তাঁর সাধ্যমত অর্থ দান করলেন দেশবাসী এবং রাজ্যবাসীর সুরক্ষার জন্য।

দেশের এই সংকটময় পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাঁদের সাধ্যমত দান করেছেন। কেউ তাঁদের বেতন থেকে একটা বড় অংশ দান করেছেন। আবার কেউ কেউ তাঁদের বেতনের একটা অংশ আগামী মাসে নেবেন না বলেও জানিয়েছেন। এর মধ্যে যেমন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বলেছেন, তাঁর বেতনের মাত্র তিরিশ শতাংশ নেবেন তিনি এবং বাকি টাকা তিনি এই সংকটের মুহুর্তে দেশবাসীর জন্য দান করবেন।

কে কত টাকা দিচ্ছে সেটা বড় বিষয় নয়, বড় বিষয় হল এই দুর্যোগের সময় দেশের মানুষের পাশে দাঁড়ানো। এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেহেতু কোন বেতন নেন না, তাই তাঁর পে কাটের কোনও প্রশ্নই উঠছে। তিনি তাঁর ব্যক্তিগত সঞ্চয় থেকে এই ১০ লক্ষ টাকা দেশের জন্য দান করলেন।

মঙ্গলবার সন্ধ্যায় এক ট্যুইট করে তিনি জানান, “বর্তমানে আমি বিধায়ক হিসাবে কোনও বেতন নিই না। আগে আমি লোকসভায় সাত বারের জন্য সাংসদ ছিলাম। তবে সেই সাংসদ বাবদ যে পেনশন পাওয়ার কথা, তাও আমি নিই না। এখন আমার আয়ের উৎস হল আমার লেখা গান ও আমার লেখা বই। এগুলো বিক্রি করে যা পেয়েছিলাম, তাঁর থেকেই সামান্য কিছু তুলে দিয়েছি মানুষের জন্য’।

সম্পর্কিত খবর

X