বাংলা হান্ট ডেস্কঃ কথায় আছে, রথ টানলে দুর্গা আসে! ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে রথযাত্রা। এবার দুর্গাপুজো নিয়ে শুরু হয়ে গিয়েছে তোরজোড়। বুধবার পুজো কমিটিগুলিকে ৮৫,০০০ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী বছর সেই অঙ্কটা ১ লক্ষ করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তবে বিজেপি নেতা সজল ঘোষ বলে দিয়েছেন, সন্তোষ মিত্র স্কোয়্যার মুখ্যমন্ত্রী অনুদান নেবে না।
সন্তোষ মিত্র স্কোয়্যারকে (Santosh Mitra Square) কেন চিঠি ধরাল পুলিশ?
শহর কলকাতার বড় পুজোগুলির মধ্যে একটি হল সন্তোষ মিত্র স্কোয়্যার। গতবার এই পুজো দেখার জন্য মানুষের ঢল নেমেছিল। উদ্বোধন করতে এসেছিলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুজো শুরু হওয়ার পর ভিড় এতটাই বেড়ে গিয়েছিল যে কিছুক্ষণের জন্য প্রবেশ বন্ধ করতে বাধ্য হয়েছিল পুলিশ। এবার যাতে ওই এক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য সতর্ক তারা। তাই আগেভাগেই পুলিশের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে।
গতকাল পুজোর অনুদান ঘোষণার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিগুলিকে নিজেদের থিম জানানোর কথা বলেছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, নিজেদের থিম প্রকাশ্যে না আনলেও পুলিশকে আগে থেকে এই বিষয়ে জানিয়ে রাখতে হবে। যাতে সেই অনুযায়ী ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া যায়। এই জন্যই সজলের (Sajal Ghosh) সন্তোষ মিত্র স্কোয়্যারের কাছেও চিঠি পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ ‘আমার মেয়ের চাকরি কে করিয়েছে?’ শুভেন্দুর দিকে তেড়ে গেলেন TMC বিধায়ক, বিধানসভায় তুলকালাম!
জানা যাচ্ছে, এই পুজো কমিটি নিজেদের থিম জানাতে চায় না। তবে গতবারের মতো পরিস্থিতি যাতে এবারও তৈরি না হয় সেই কারণে এবার আগে থেকেই পুজোর থিম এবং ব্যবস্থাপনা জানতে উদ্যোগী পুলিশ। চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে সন্তোষ মিত্র স্কোয়্যারকে।
উল্লেখ্য, গতবার শুধু সন্তোষ মিত্র স্কোয়্যারই নয়, সুজিত বসুর শ্রীভূমির পুজোতেও মানুষের ঢল নেমেছিল। সেখানেও কিছুক্ষণ প্রবেশ বন্ধ রাখতে হয়। তাই এবার আগেভাগেই পুজো কমিটিগুলিকে সতর্ক করে দিয়েছেন মমতা (Mamata Banerjee)। পাশাপাশি গতকাল বিদ্যুতের বিল ও ফায়ার অনুমোদনেও টাকার ছাড়ের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।