মুখ্যমন্ত্রীর তুলিতে গঙ্গাসাগর! মমতার আঁকা ছবি প্রসংশা পেল একাধিক মহলে

বাংলা হান্ট ডেস্ক : আবারও তাক লাগালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার তুলি হাতে ক্যানভাসে ফুটিয়ে তুললেন গঙ্গাসাগরের ছবি। সবুজ, সাদা, নীল, লাল, কালো ইত্যাদি রঙে রঙীন সেই ছবি ইতিমধ্যেই প্রশংসিত বিভিন্ন মহলে। তবে উঠে আসছে একাধিক সমালোচনাও।

২০১১ সালে ক্ষমতায় আসার পর মমতা বলেছিলেন টাকা তোলার দরকার নেই, ছবি বিক্রি করে দল চালাব। তার প্রায় ১০ বছর পর ছবি বিক্রি করা তিনি কেন বন্ধ করেছেন তার ব্যাখ্যাও দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতার নজরুল মঞ্চে তৃণমূলের কর্মীসভায় বিষয়টি পরিস্কার করে বলে দেন তিনি। তবে মুখ্যমন্ত্রীর দাবি ঘিরে উঠে আসছে তথ্যের নানা অসঙ্গতিও।

mamata 8

এদিন মমতা বলেন, ‘আমি তো প্রদর্শনী করে ছবি বিক্রি করলে ৬ – ৭ কোটি টাকা এক এক সেকেন্ডে তুলে নিতে পারি। কিন্তু আমি তো করি না। মাঝে পার্টি ক্ষমতায় আসার আগে আমাকে করতে হয়েছিল। কারণ পার্টির লড়ার ক্ষমতা ছিল না। তখন আমরা ওপেন একজিবিশন করেছিলাম। তাই নিয়ে প্রশ্ন উঠেছে। আমি আমার সৃষ্টি কী ভাবে ব্যবহার করব এটা যার যার নিজস্বতা। তাহলে আমার চলে কী করে? দল আমাকে দেখে এটা ঠিক। কিন্তু আমার প্রায় ১০৭ – ১০৮টা বই বেরিয়ে গেছে। আমি প্রতি বছর বইয়ের রয়্যালিটি পাই। ১০ শতাংশ করে। যতটা দেয় সেটাই যথেষ্ট। আমার বই সব থেকে বেশি বিক্রি হয়। এছাড়া আমার গানের সিডি আছে। সেখান থেকে আমি একটা রয়্যালিটি পাই ৪ – ৫ লক্ষ টাকার মতো বছরে’।

অন্যদিকে, ত্রিমাত্রিক মডেলের মাধ্যমে এ বার গঙ্গাসাগর মেলায় তুলে ধরা হচ্ছে রাজ্যের পাঁচটি মন্দির। তার প্রস্তুতিও শেষ পর্যায়ে। পুণ্যার্থীরা গঙ্গাসাগরে এসে তারাপীঠ, কালীঘাট, দক্ষিণেশ্বর, তারকেশ্বর ও জহুরা কালীবাড়ি দর্শনের সুযোগ পাবেন। পুজো দেখতে পারবেন অনলাইনে। কাকদ্বীপে লট-৮ থেকে কচুবেড়িয়া পর্যন্ত লঞ্চের ব্যবস্থা থাকছে। পুণ্যার্থীরা যাতে কপিলমুনির মন্দির পর্যন্ত সহজেই আসতে পারেন, সেই জন্য বাড়ছে বাসের সংখ্যাও।

Sudipto

সম্পর্কিত খবর