মমতা ব্যানার্জীর বড় ঘোষণা, এবার দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে সরকার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata Banerjee) বাকুড়ার খাতরার প্রশাসনিক বৈঠক থেকে আজ ‘দুয়ারে দুয়ারে সরকার’ এর সূচনা করলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ১ ডিসেম্বর থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত প্রশাসনের তরফে বিভিন্ন ব্লকে ক্যাম্প করা হবে৷ প্রতিদিন দুপুর ১২ টা থেকে ৩ টে পর্যন্ত করা হবে ক্যাম্প।

Mamata Banerjee 4 2

এই ‘দুয়ারে দুয়ারে সরকার’ প্রকল্পে রাজ্যের সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবে প্রশাসন। মানুষ যে পরিষেবা চাইবে তাকে তা সাথে সাথেই দেওয়ার চেষ্টা করা হবে। প্রশাসনের কাছে সেই সুযোগ না থাকলে তার তালিকা তৈরি করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিন এই প্রশাসনিক বৈঠকে কর্মসংস্থান ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্র বিভিন্ন প্রকল্পের নামে নিয়োগ করছে। প্রকল্প শেষের সাথে সাথেই ছেলেমেয়েরা আবার বেকার হয়ে যাচ্ছে। এই কর্মসংস্থানকে তিনি  ‘মাছের তেলে মাছ ভাজছে’ বলেও কটাক্ষ করেন।

পাশাপাশি এদিন ‘কর্মই ধর্ম’ নামের একটি প্রকল্পেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। প্রকল্প উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, এর মধ্য দিয়ে ২ লাখের বেশি যুবক যুবতী উপকৃত হবে।

প্রকল্প উদ্বোধন করার সময় মুখ্যমন্ত্রী বলেন, কোনো কাজই ছোট নয়। ২ লাখ বেকারের কর্মসংস্থান হলে তাতে অন্তত দশ লাখ মানুষের পেট ভরবে। এই প্রকল্পটিতে রাজ্যের বেকার যুবক যুবতীদের বাইক কেনার জন্য সহজ শর্তে ঋণ দেবে রাজ্য সরকার।

এই কাজের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন মাছ বিক্রেতাদের কথা। তিনি বলেন যারা ঘুরে ঘুরে মাছ বিক্রি করেন তাদের সাইকেলের পিছনে ঠান্ডা বাক্স থাকে। একই ভাবে কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে নেওয়া এই ঋণ নিয়ে বাইক কিনে সেই বাইকে বক্স লাগিয়ে কেউ ঘুরে ঘুরে শাড়ি বিক্রি করে বা ফল বিক্রি করে জীবিকBanerjee)হ করতে পারবে।

 

সম্পর্কিত খবর