আমার গলাটা কেটে যেতে পারত, ভাগ্য ভালো মারা যাইনি! নন্দিগ্রামের স্মৃতিচারণ মমতার

বাংলা হান্ট ডেস্কঃ ভবানীপুর জয় করার জন্য কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি চেতলায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন। সেখান থেকে তিনি বিজেপি, অমিত শাহ আর নরেন্দ্র মোদীকে একের পর এক আক্রমণ করতে থাকেন। পাশাপাশি তিনি এই সভা থেকে নন্দীগ্রামের সেই ভয়াল স্মৃতির কথাও স্মরণ করেন।

মুখ্যমন্ত্রী বলেন, আমাকে নন্দীগ্রামে মারার চেষ্টা করা হয়েছিল। যেদিন মনোনয়ন জমা দিয়েছিলাম, সেদিনই আমার পায়ের বারোটা বাজিয়ে দিল। ডাক্তাররা বলেছিলেন, আমি বেরোতে পারব না। হুইল চেয়ারে করে দেড়মাস ঘুরেছি।

উনি বলেন, আমি মিটিং, মিছিল সব করেছি। আসল ছবিটা দেখলে শিউরে উঠবেন। আমার গোড়ালিটা চেপে দিয়েছিল। ভাগ্যিস মারা যাইনি সেদিন। গাড়ির দরজাটা যেভাবে চেপে ধরেছিল, আমার গলাটা কাটা যেতে পারত। পা ঠিক হয়নি, আমি জেদে চলি।

মুখ্যমন্ত্রীর আরও বলেন, সিপিএমের অত্যাচারের বিরুদ্ধে অনেক লড়েছি। নরেন্দ্র মোদীরা ক্ষমতায় আসার পর থেকে বিজেপির বিরুদ্ধেও লড়াই করছি। আপনারা কল্পনাও করতে পারবেন না যে ওঁরা কতটা দানবিক পার্টি।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর