বাংলা হান্ট ডেস্কঃ আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের মেগা বৈঠক। আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ওই বৈঠক থেকেই দলের সমস্ত কর্মীদের তাঁদের দায়িত্ব গুছিয়ে বুঝিয়ে দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।বিপজ্জনক হয়ে ওঠার আগেই বাংলা থেকে বিজেপিকে সমূলে উৎখাত করতে মরিয়া হয়ে উঠেছে ঘাসফুল শিবির। প্রধান বিরোধী দল বিজেপি প্রসঙ্গে এদিনের বৈঠক থেকেই বিস্ফোরক মন্তব্য করলেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একেবারে দিনক্ষণ ধরে জানিয়ে দিলেন বিজেপির টাইমলাইন।
নেতাজি ইনডোর থেকে ‘বিস্ফোরক’ মমতা (Mamata Banerjee)
বিজেপিকে কড়া ভাষায় তোপ দেখে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এদিন বললেন বিজেপির আয়ু নাকি ২-৪ বছরের বেশি নেই। তাই বাংলা ওদের টার্গেট। তবে সবাইকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী দিন বললেন, ‘এতে ভয়ের কি আছে। ওদের আয়ু দু-তিন মাস আমরা পাঁচ বছর আছি।’
আরও পড়ুন: মুকুল-শুভেন্দুদের চিহ্নিত করেছিলাম, গলা কেটে দিলেও মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে: অভিষেক
মন্তব্যের ঝাঁঝ আরও বাড়িয়ে মমতা (Mamata Banerjee) এদিন আরও বললেন, ‘বাংলার মা মাটি মানুষ ২০২৪ সালে আমাদের রায় দিয়েছেন। ২৯ আসন আমরা পেয়েছি’। তবে তিনি জানিয়েছেন কারচুপি করে পাঁচটা আসনে হারানো না হলে তাঁর দল ৩৪’টি আসন পেতো রাজ্যে। একই সাথে মুখ্যমন্ত্রীর সংযোজন, ‘রাজ্যসভা মিলিয়ে আমাদের ৪২ সাংসদ আছেন। আমাদের মহিলা প্রতিনিধি সবচেয়ে বেশি। দুই সভায় তাঁরা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো কাজ করেন।’
প্রসঙ্গত মাস খানেক আগে বিধানসভায় দলীয় বিধায়কদের নিয়ে একটি বৈঠকে আইপ্যাক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘প্যাক- ফ্যাক বুঝি না। এসব করে আমার কাছে অনেক ভুল তথ্য এসেছে। এবার থেকে আমার কাছে যে তথ্য আসবে তা দিয়েই দল চলবে।’ তবে আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ২৬-এর ভোটের কথা মাথায় রেখে রাজ্যের সব নেতাকর্মীদের এক হওয়ার বার্তা দিয়েছেন নেত্রী। সেইসময় মুখ্যমন্ত্রীর বক্তৃতায় উঠে এলো আইপ্যাক প্রসঙ্গ। তৃণমূল সুপ্রিমো বললেন, ‘পিকে প্রশান্ত কিশোরের আইপ্যাক এটা নয়। ওরা একটা রাজনৈতিক দল গঠন করেছে। কিন্তু এরা নতুন টিম। এদের সাহায্য করতে হবে। সবাই এদের নামে উল্টোপাল্টা বলা বন্ধ করুন। সবাই মিলে কাজটা করতে হবে।’