দেশজুড়ে ভয় ধরাচ্ছে HMP ভাইরাস! এরই মাঝে বড় সিক্রেট ফাঁস করে শোরগোল ফেললেন মমতা

বাংলা হান্ট ডেস্কঃ চার বছর আগে ২০২০ সালে ঠিক এই সময়েই জানুয়ারি মাসের শুরুর দিকে ভারতে থাবা বসিয়েছিল মারণ ভাইরাস করোনা। প্রায় তিন-তিনটে বছর করোনার চোখ রাঙানিতে আতঙ্কিত ছিলেন বিশ্ববাসী। এরই মধ্যে আবার মাথাচাড়া দিয়েছে আরও এক নতুন ভাইরাস ‘HMPV’। এই ভাইরাসের সংক্রমণ দেখে অনেকেই মনে করছেন এই ভাইরাসও করোনার মতোই মারাত্মক হয়ে উঠতে পারে। প্রশ্ন উঠছে আগামী দিনে করোনার মতোই কি এই HMP ভাইরাসও মারাত্মক চেহারা নেবে? নাকি এই ভাইরাস নিয়ে কোন উদ্বেগের কারণ নেই?

HMP ভাইরাস প্রসঙ্গে বিস্ফোরক মমতা (Mamata Banerjee)

নতুন ভাইরাস নিয়ে উদ্বেগের মাঝেই এক বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর দাবি একটু জ্বর হলেই কিছু প্রাইভেট চক্র টাকা কামানোর জন্য ভয় দেখিয়ে দিচ্ছে। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন সবাইকে আশ্বস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘চিন্তার কারণ নেই। যখন চিন্তার মতো কোনো কারণ হবে তখন আমরা জানাবো।’

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানিয়েছেন, ‘মুখ্যসচিব আজই বৈঠক করেছেন। গতকালও মিটিং হয়েছে। এখনও পর্যন্ত আমরা জেনেছি এটা মারাত্মক কিছু নয়। এই ভাইরাস নিয়ে ভয় পাওয়ার বা আতঙ্ক ছড়ানোর কোন কারণ নেই’। এরপরেই মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, ‘কিছু প্রাইভেট চক্র রয়েছে, যারা শুধুমাত্র টাকা কামানোর জন্য একটু জ্বর হলেই ভয় দেখিয়ে দিচ্ছে। সাধারণ একটা বিষয়কে অসাধারণ করে দিচ্ছে।’

আরও পড়ুন: বিশ্বের দরবারে উজ্জ্বল বাংলার মুখ! লন্ডন যাচ্ছেন মমতা, দেওয়া হবে বিরাট সম্মান

‘স্বাস্থ্যসাথী’র প্রসঙ্গ টেনে মমতা (Mamata Banerjee) এদিন জানান, তিনি রাজ্যের মানুষদের সারা বছরের সেবা সুশ্রসার জন্য স্বাস্থ্য সাথী চালু করেছেন। তাঁর কথায়, ‘একটা জ্বরে ২ লাখ-ত লাখ টাকা নিয়ে নেবে। যার প্রয়োজন নেই। সেটা তো ঠিক নয়।’ ৪  বছর আগে ঠিক এই সময় যখন করোনা এসেছিল তখন ভবিষ্যতে কি দিন আসতে চলেছে তা কেউ চিন্তাও করতে পারেনি।

Mamata Banerjee

তখন বিশেষ ভয় ছিল বিদেশ ফেরতদের নিয়ে। আর এবার চার বছরের মাথায় ঠিক একই সময়ে এই HMPV ভাইরাসের সংক্রমণ ছড়াতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে বেশ কিছু ছবি এবং ভিডিও। সেই সমস্ত ছবি চীনের বলেই দাবি করা হচ্ছে।  ওই সমস্ত ভিডিও থেকে জানা যাচ্ছে, এই নতুন ভাইরাসের সংক্রমণের জেরে চীনের পরিস্থিতি দিনে দিনে আরও ভয়াবহ হয়ে উঠছে। কিন্তু সেই তথ্য আদৌ সত্যি নাকি সবটাই ভয় ধরানোর কৌশল তা নিয়েও প্রশ্ন উঠছে। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে শুরু করে রাজ্যের স্বাস্থ্য দপ্তর সকলেই এখনও পর্যন্ত আশ্বস্ত করেছেন ভয়ের কোন কারণ নেই বলেই।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর