মাত্র ২৪-এই থামল ঐন্দ্রিলার লড়াই, ফেসবুক প্রোফাইল মুছলেন সব্যসাচী, শোকবার্তা মুখ্যমন্ত্রীর

বাংলাহান্ট ডেস্ক: সপ্তাহের শেষ দিনে শোকস্তব্ধ বাংলা। ২০ দিনের লড়াই শেষে হার মানলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। দু বার ক্যানসারকে হারিয়ে বিজয়ীর মতো ফিরেছিলেন তিনি। সকলেই আশা করেছিলেন লড়াকু মেয়েটা এবারেও ফিরবেন হাসি মুখে। কিন্তু ব্রেন স্ট্রোকের কাছে হার স্বীকার করতে হল ঐন্দ্রিলাকে।

শনিবার রাতে পরপর ১০ বার হৃদরোগে আক্রান্ত হন তিনি। তখনি অত্যন্ত সঙ্কটজনক হয়ে উঠেছিল তাঁর শারীরিক পরিস্থিতি। রবিবার বেলা প্রায় একটা নাগাদ হাওড়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। টলিপাড়ার প্রায় সব অভিনেতা অভিনেত্রী পরিচালকরা শোকবার্তা দিয়েছেন। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Aindrila deatg 1
একটি বিবৃতি প্রকাশ করে মুখ্যমন্ত্রী লিখেছেন, বিশিষ্ট অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার অকাল প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ হাওড়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রতিশ্রুতিময়ী তরুণী এই অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র ২৪ বছর। তাঁর অভিনীত উল্লেখযোগ্য টিভি সিরিয়াল ঝুমুর, মহাপীঠ তারাপীঠ, জীবন জ্যোতি, জীবন কথা, জিয়নকাঠি ইত্যাদি। এছাড়াও কয়েকটি চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন। সঙ্গে তাঁর টেলি সম্মান প্রাপ্তির বিষয়টাও স্মরণ করেছেন মুখ্যমন্ত্রী।

বিগত ২০ দিন ধরে ঐন্দ্রিলার অমানুষিক লড়াইয়ের সাক্ষী ছিলেন গোটা বাংলার মানুষ। একাধিক বার হৃদরোগে আক্রান্ত হয়েও হাল ছাড়েননি তিনি। শুক্রবারও সব্যসাচী জানিয়েছিলেন, মিরাক্যল হচ্ছে। সুস্থতার লক্ষণ দেখাচ্ছেন ঐন্দ্রিলা। কিন্তু শনিবার উপর্যুপরি হৃদরোগ বদলে দিল সবকিছু।

নিজের ফেসবুক প্রোফাইল ডিঅ্যাকটিভেট করে দিয়েছেন সব্যসাচী। টলিপাড়ার সদস্যরা, অভিনেত্রীর চেনা পরিচিতরা হাসপাতালে এসে দেখা করে যাচ্ছেন। হাসপাতালের সামনে ভিড় করছেন অনেক অনুরাগীরাও। সোশ্যাল মিডিয়ায় মন খারাপের বার্তার ঢল। কিন্তু ঐন্দ্রিলা চলে গিয়েও সবার মনেই রয়ে গিয়েছেন এবং চিরকাল থাকবেন, এটাই বলছেন সমস্ত অনুরাগীরা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর