‘দিদি নং ওয়ান ইন ট্রু সেন্স’, ডোনা-রচনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মঞ্চ মাতালেন মমতা ব্যানার্জি

বাংলা হান্ট ডেস্ক : জি বাংলার (Zee Bangla) অন্যতম জনপ্রিয় শো ‘দিদি নম্বর ওয়ান’র (Didi Number 1) মঞ্চ কাঁপাতে আসছেন বাংলার দিদি। ইতিমধ্যেই নাকি শুটিং সেরে ফিরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সম্প্রতি সেই অনুষ্ঠানের প্রোমো ভিডিও প্রকাশ করেছে জি বাংলা (Zee Bangla)। সেখানে রীতিমত ধামসা, মাদল বাজিয়ে মঞ্চ মাতাতে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)।

সম্প্রতি জি বাংলার তরফে একটি প্রোমো ভিডিও প্রকাশ করা হয়েছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে অভিনেত্রী তথা সঞ্চালিকা রচনা ব্যানার্জির সাথে মঞ্চ মাতাচ্ছেন দিদি। রচনা ব্যানার্জি বলছেন, ‘এই প্রথমবার দিদি নম্বর ওয়ানের অনুষ্ঠানে আসছেন বাংলার দিদি নম্বর ওয়ান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’ এরপর রচনা ব্যানার্জি উত্তরীয় পরিয়ে বরণও করতে গেলেন মুখ্যমন্ত্রীকে।

যদিও মুখ্যমন্ত্রী সেই উত্তরীয় রচনা ব্যানার্জির হাতে ফিরিয়ে দিয়ে বলেন, ‘এটা তোমাকেই শোভা পায়। তুমিই আসলে দিদি নম্বর ওয়ান।’ এরপরের সিনেই দেখা যায়, বাংলার মহারাজা সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনাকে। প্রোমোতে ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলির হাতে হাত মিলিয়ে নাচও করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাজিয়ে দেখলেন ধামসা।

আরও পড়ুন : ভোট জিততে নয়া চাল, নির্ঘণ্ট প্রকাশের আগেই ১০০ প্রার্থীর নাম ঘোষণা BJP-র! বাংলায় কে?

ভিডিও ভাইরাল হতেই কমেন্ট বক্সে উপচে পড়েছে অনুরাগীদের ভিড়। এক ইউজার লিখেছেন, ‘নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এখন সব জায়গায় যাবে।’ তো কেউ লিখেছেন, ‘আসন্ন মার্চে ধামাকা হবে জি বাংলায়। একদিকে যোগমায়া,সোনার সংসার অ্যাওয়ার্ড শো অন্যদিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবে দিদির মঞ্চে।’

আরও পড়ুন : কৃষকদের ঋণের সুদ মকুব থেকে শহিদ সৈনিকদের পরিবারের জন্য ১ কোটি টাকা, ভোটের মুখ মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর

অপর এক ইউজার লিখেছেন, ‘এইবার দিদি নাম্বার ওয়ানের নাম সার্থক হল।’ প্রসঙ্গত উল্লেখ্য, বাংলার অন্যতম জনপ্রিয় একটি শো হল দিদি নম্বর ওয়ান। রচনা ব্যানার্জি সঞ্চালিত এই শো পছন্দ করেনা এমন মানুষ বাংলায় ভীষণ কম। সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা নাগাদ এই শো সম্প্রচারিত হয় জি বাংলার পর্দায়। রবিবার সম্প্রচারিত হয় রাত্রি আটটা থেকে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর