বাংলা হান্ট ডেস্কঃ এবার রাজ্যের বন্যা পরিস্থিতিকে কেন্দ্র করে চিন্তার ভাঁজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কপালে। আগামী দিনেী বন্যা ও বৃষ্টি নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা তিনি আজ নিজের মুখেই স্বীকার করেন।
হাওড়ার প্রশাসনিক বৈঠক থেকে বন্যা পরিস্থিতি নিয়ে মুখ খুলে মুখ্যমন্ত্রী বলেন, ” ঝাড়খন্ডে ঘূর্ণবাত তৈরি হয়েছে এবার বৃষ্টি হলেই ডিভিসি জল ছাড়া হবে। আমাদের প্রস্তুত থাকতে হবে।
হাওড়াতে বন্যা পরিস্থিতির জন্য ৪০০ কোটি টাকা ধরা আছে। lবিশ্ব ব্যাংকের টাকা পেলেই নভেম্বর থেকে পরের বছরের জন্য কাজ শুরু করা হবে। নর্দমা পরিষ্কার করার কাজও শীঘ্রই শুরু হবে বলে প্রশাসনিক বৈঠক থেকে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।