বাংলা হান্ট ডেস্কঃ আজ নির্বাচনী প্রচারে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় একটি জনসভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই জনসভা থেকে তিনি বিজেপি এবং কেন্দ্র সরকারকে একের পর এক আক্রমণ করেন। বিজেপিকে জঞ্জাল পার্টিও বলেন তিনি। জেনে নিন গড়বেতা থেকে কি কি বললেন মুখ্যমন্ত্রী …
- ৪০ শতাংশ বেকারত্ব কমেছে বাংলায়। এখনও অনেক শিল্প হবে।
- বিনা পয়সায় বাড়ি দিয়েছি। ক্ষমতায় এলে আরও ২৫ লক্ষ বাড়ি করে দেব।
- লকডাউনের সময় ৩০০ টা ট্রেন ভাড়া করে পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে এনেছি।
- আমি আপনাদের পাহাড়াদার।
- পড়ুয়াদের ১০ লক্ষ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে দেব।
- বিজেপি জঞ্জালের পার্টি। ওঁরা পচা।
- সিপিএম-এর হার্মাদরাই এখন বিজেপির সম্পদ।
- আমাদের ভয় দেখাবেন না। অনেক লড়াই করে এই জায়গায় এসেছি আমরা।
- যদি গাড়ি বোঝাই করে গুন্ডা এনে ভয় দেখানোর চেষ্টা করে, তাহলে ভয় পাবেন না।
- বিজেপির লুটেরা বাহিনীকে আমাদের রুখতেই হবে।
- নির্বাচনে শুধু জোড়া ফুলকেই ভোট দেবেন।
- মেয়েদের ৫০০ টাকা করে দেওয়া হবে। নতুন স্কিম হবে।
- গনগনিকে ঢেলে সাজিয়েছি আমরা।
- বাংলায় NPR করতে দিইনি আমি।
- শিক্ষকদের আসন বাড়ানো হবে।
- সব ধর্ম আর বর্ণের মানুষরা বিধবা ভাতা পাবেন।
- ৫ লক্ষ নতুন কর্মসংস্থান করে দেব।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা