বাংলা হান্ট ডেস্ক : বুধবার সকালে মালদহর স্কুলে এক অদ্ভুত কাণ্ড (Maldah School Incident) ঘটে গেছে। মুচিয়া চন্দ্রমোহন হাইস্কুলে এক বন্দুকবাজ ধুকে পড়ে। তার ডান হাতে ছিল পিস্তল আর কাঁধে ছিল ব্যাগ। প্রথমে ক্লাস ফাইভের ঘরে ঢুকে সে ব্যাগ থেকে দুটি মুখবন্ধ বোতল নামিয়ে রাখে টেবিলের উপর। ছাত্রছাত্রীদের ধমক দিয়ে বসিয়ে রাখে। জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েন এক পুলিসকর্মী, ধরাশায়ী করে ফেলেন ওই বন্দুকবাজ যুবককে। রক্ষা পায় গোটা স্কুল।
আজ নবান্নে সাংবাদিক বৈঠক করার সময়ে এই ঘটনার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee Reaction)। এই বিষয়ে প্রতিক্রিয়াও দেন তিনি। মমতা বলেন, ‘বাংলা জুড়ে গভীর চক্রান্ত (Conspiracy) হচ্ছে। কে বা কারা আছে আমি জানি না, কিন্তু দিল্লি যে আছে, এটা আমি নিশ্চিত।’
এই ঘটনাতেও বিজেপি-র দিকেই অভিযোগের আঙুল তুললেন মমতা। তিনি বলেন, ‘মালদার ঘটনা কীভাবে ঘটল? ধরা পড়লেই বলবে পাগল-ছাগলের কাজ। কিন্তু বন্দী যে করা যায়, এটা জানল কী করে? থ্যাঙ্ক গড আমাদের সকলে সুস্থ আছে।’ এরপরই মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, ‘পরিচয়পত্র ছাড়া কীভাবে ওই বন্দুকবাজ স্কুল চত্বরে ঢুকল?’
এদিন মুখ্যমন্ত্রী ভূয়সী প্রশংসা করেন ঘটনাস্থলে উপস্থিত শিক্ষক, পুলিসকর্মীদের এবং সাংবাদিকদেরও। পুলিস যে সাহসিকতা ও প্রত্যুৎপন্নমতিত্বের পরিচয় দিয়েছে, তা তিনি বারবার উল্লেখ করেন। পাশাপাশি তিনি বলেন, ‘স্কুল কমিটিগুলোকে বলব, স্কুল চালুর সময়ে একটু নজরে রাখবেন। প্রয়োজনে দারোয়ানের ব্যবস্থা করবেন।’
এরপরই আবার চক্রান্তের প্রসঙ্গে নিয়ে বলতে শুরু করেন। তিনি বলেন, ‘এখন এসব পরিকল্পনা চলবে। এত সহজভাবে সব কিছু নিলে চলবে না। একটা ফোনের মধ্যে দিয়েই এখন সারা বিশ্বে চক্রান্ত করা যায়।’