এবার নয়া ভূমিকায় অবতীর্ণ জয়প্রকাশ মজুমদার, বড়সড় দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী

বাংলাহান্ট ডেস্ক : মাত্র মাস কয়েক আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন জয়প্রকাশ মজুমদার। এই কয়েক মাসের মধ্যেই তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা মুখপাত্র তিনি। এবার তাঁকে দলের হয়ে আরও এক নতুন দায়িত্ব দিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার শিলিগুড়ির সভা থেকে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ হানেন তিনি। এরপরই নতুন তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে অমিত শাহের আক্রমণের ব্যাপারে তাঁকে প্রশ্ন করা হলে তিনি সোজা দেখিয়ে দেন জয়প্রকাশ মজুমদারকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এইসব প্রশ্নের কোনও জবাব আমি দেব না। এর জন্য জয়প্রকাশ মজুমদার রয়েছেন।’

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই প্রাক্তন দলের বিরুদ্ধে গলা ফাটাতে দেখা যায় জয়প্রকাশকে। একাধিকবার বিজেপির অন্দরের বহু হাঁড়ি হাটের মাঝেই ভেঙেছেন তিনি। সংবাদমাধ্যম থেকে শুরু করে সাংবাদিক বৈঠক সবেতেই বিজেপির বিরুদ্ধে সোচ্চার জয়প্রকাশ মজুমদার। তাঁর এই বিষয়টিই মনে ধরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই কারণেই অমিত শাহের ইঁটের জবার পাথরে দেওয়ার জন্য জয়প্রকাশ মজুমদারকেই বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত উল্লেখ্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষের জবাবও দেননা মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর একাধিক আক্রমণের জবাব দেওয়ার দায়িত্ব তৃণমূলের ব্লক সভাপতিকেই দিয়েছেন মমতা। এবার অমিত শাহের কটাক্ষের জবাবের দায়িত্বও জয়প্রকাশকে দিলেন তিনি। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কটাক্ষের জবাবে নতুন দলের হয়ে কোন অস্ত্রে বাজিমাত করেন প্রাক্তন বিজেপি নেতা, সেটাই দেখার।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর