শাহরুখের চাকরি গেল! দেবকে এই বিশেষ দায়িত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলাহান্ট ডেস্ক: বুধবার নবান্নে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অভিনেতা সাংসদ দেবকে (Dev) এদিন এক বড় দায়িত্ব দিলেন তিনি। বাংলার পর্যটন অ্যাম্বাসাডর হিসাবে তিনি ঘোষণা করলেন দেবের নাম। শাহরুখ খান (Shahrukh Khan) ব্যস্ত, তাই এই গুরুদায়িত্ব পড়ল অভিনেতার কাঁধে।

বুধবার নবান্নের সভাঘরে শিল্প সংক্রান্ত একটি বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকককেই তিনি বেছে নিয়েছিলেন এই বিশেষ ঘোষণা করার জন্য। মুখ্যমন্ত্রী সরাসরি দেবকে অনুরোধ করে বসেন, ‘দেব, বাবা তুমি একটু বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে যাও’।

dev bagha jatin

না না, শাহরুখ খানের জায়গা কেড়ে নেননি দেব। ধোঁয়াশা কাটিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখই আছেন। তবে তিনি তো খুব ব্যস্ত। তাই দেবকে বাংলার পর্যটন অ্যাম্বাসাডর বানানো হচ্ছে। পাশাপাশি এই প্রোজেক্টে আরো কয়েকজনকে যোগদান করানোর দায়িত্বটাও দেবের কাঁধেই দিয়েছেন মুখ্যমন্ত্রী। দেবকে নিয়ে বিজ্ঞাপনী ভিডিও বানানোর দায়িত্বে রয়েছেন পরিচালক গৌতম ঘোষ।

শাহরুখকে বরাবর নিজের ‘ভাই’ বলে পরিচয় দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ক্ষমতায় আসার পরেই রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে ঘোষণা করেছিলেন কিং খানের নাম। তারপর থেকে ‘দিদি’র ডাকে বিভিন্ন সময়ে কলকাতায় ছুটে এসেছেন শাহরুখ। এবার থেকে তাঁর সঙ্গে যুক্ত হল দেবের নামও।

অন্যদিকে দেবের রাজনীতিতে পদার্পণও মুখ্যমন্ত্রীর অনু্রোধেই। অভিনয়ের কেরিয়ারের শীর্ষে থাকাকালীন তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। তারপর থেকে দুবার ঘাটালের লোকসভা সাংসদ হয়েছেন দেব। এ নিয়ে মাঝে মজাও করেছিলেন তিনি। বলেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তাঁকে ভোটে দাঁড়াতে হবে। তিনি মানা-ই করতে পারেননি।

Niranjana Nag

সম্পর্কিত খবর