সংসারের যখন হাল ধরি ভাই তখন মাত্র ২ বছরের, দাদাকে দাঁড় করিয়েছিঃ আবেগে ভাসলেন মমতা ব্যানার্জি

বাংলাহান্ট ডেস্কঃ সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন। গদি বাঁচাতে বিভিন্ন দিকে ছুটছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (mamata banerjee)। প্রতিদিনই প্রায় কোথাও না কোথাও সভা সমাবেশ থাকছে তাঁর। সেই সমস্ত জায়গায় গিয়ে বাংলার মানুষকে বিশেষত যুবসমাজকে উদ্বুদ্ধ করতে নিজের জীবনের কথা তুলে ধরলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি।

তপসিলি জাতি- উপজাতি সেলের সভার মঞ্চেই আবেগে ভাসলেন মমতা ব্যানার্জি। নিজের ছোটোবেলার সংগ্রামের কথা, লড়াইয়ের কথা, মা ভাই বোনদের নিয়ে কষ্টের সংসারের দিনগুলোর কথা। মমতা ব্যানার্জি বলে উঠলেন, ‘অনেক ছোট বয়সে বাবা মারা গেছেন। তখন আমরা ৬ ভাই ২ বোন এবং মা মিলে বড় সংসার। বড় দাদার পরেই ছিলাম আমি, আর ছোট ভাইটা তখন মাত্র ২ বছরের। অনেক কষ্টে আমাদের সংসার চলেছে’।

MAMATA 1 8

আবেগপ্রবণ হয়ে মুখ্যমন্ত্রী বললেন, ‘মায়ের কষ্ট হবে বলে, কাজ করতে দিতাম না। রাত ৩ টের সময় উঠে সকলের জন্য রান্না করতাম। কাজ সেরে ৬:১৫ মিনিটে কলেজে ক্লাসে যেতাম। বই কেনার পয়সা ছিল না। তাই লাইব্রেরী থেকে সব খাতায় লিখে আনতে আনতে রাত হয়ে যেত। কারো সাহায্য পাইনি। তাই এখন স্কুলের ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দিই সেদিনের কথা মনে রেখে’।

তিনি আরও বলেন, ‘অনেক কষ্ট করে দাদাকে দাঁড় করিয়েছি। সংসার টেনেছি। অনেক কষ্ট করে জীবনে মানুষ হয়েছি বন্ধু। লড়াই করতে করতে হতাশ হয়ে পড়িনি। কারো কাছে ভিক্ষা করিনি, আর চুরি করতেও শেখায়নি বাবা মা। অনেক কষ্ট করে আজকে এই জায়গায় এসেছি, তাই আমার কন্ঠ স্তব্ধ করা যাবে না’।

Smita Hari

সম্পর্কিত খবর