শিয়ালদহ মেট্রো উদ্বোধনে অবশেষে আমন্ত্রণ পেলেন মমতা! তবে উপস্থিত নাও থাকতে পারেন মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ গোটা বাংলা জুড়ে প্রবল বিতর্কের ফলে অবশেষে কি সিদ্ধান্ত বদল? শিয়ালদহ (Sealdah) থেকে সেক্টর ফাইভ (Sector-V) পর্যন্ত মেট্রোপথের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে প্রথমে কিছু না জানানো হলেও মাত্র একদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ( Mamata Banerjee) আমন্ত্রণ জানাল রেল। বহু প্রতীক্ষার পর অবশেষে আগামীকাল শিয়ালদহ মেট্রোপথের উদ্বোধন হলেও শোনা যায় যে, তা হতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির (Smriti Irani) হাত ধরে। তবে সেই অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রীকে না ডাকায় ক্রমশ বিতর্ক বাড়তে থাকে আর অবশেষে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালো রেল। তবে শুধুমাত্র মুখ্যমন্ত্রী একা নন, একইসঙ্গে ফিরহাদ হাকিম (Firhad Hakim), সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ বহু স্থানীয় বিধায়ককেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর।

শিয়ালদহ মেট্রো প্রকল্পের সূচনা যে মুহূর্তে হয়, সেই সময় দেশের রেলমন্ত্রী ছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই মেট্রোপথের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে না ডাকার খবরটি জানাজানি হওয়ার পরেই ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল শিবির। তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, “বাংলার মানুষকে এরা বোকা বানিয়ে চলেছে। আমরা সবাই জানি যে, বর্তমানে শিয়ালদহে যে মেট্রো প্রকল্পটির উদ্বোধন হতে চলেছে, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা। তিনি রেলমন্ত্রী থাকাকালীন এটি শুরু হয়েছিল। আমরাও এই পরিকল্পনায় সবরকম সাহায্য করি। জমি দেওয়া থেকে শুরু করে সবকিছুতেই রাজ্য সরকার এগিয়ে ছিল। তবুও উদ্বোধনী অনুষ্ঠানে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এভাবে যদি কেন্দ্র আমাদের দিক থেকে সহযোগিতার হাত সরিয়ে নেয়, তবে সেটা অনুচিত।”

তবে এদিন অবশেষে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, “আগামীকাল মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায়, হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দোপাধ্যায় সহ এলাকার বহু বিধায়ককে আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের রেলের নিয়ম অনুযায়ীজ কোন রাজ্যে রেল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ সেখানকার প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়। সেই নিয়মটি আমরা মেনে চলেছি।”

sealdah metro station

উল্লেখ্য, আগামীকাল হাওড়া স্টেশন থেকে ভার্চুয়াল মাধ্যমে শিয়ালদহ মেট্রোপথের উদ্বোধন করবেন বিজেপি মন্ত্রী স্মৃতি ইরানি। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অনুষ্ঠানে যোগদান করা সম্ভাবনা একপ্রকার নেই বললেই চলে, কারণ আগামীকাল দুপুরেই উত্তরবঙ্গে যাওয়ার কথা রয়েছে তাঁর। তবে আমন্ত্রণপত্র রক্ষা করে ফিরহাদ হাকিম সহ অন্যান্য তৃণমূল বিধায়করা অনুষ্ঠানে হাজির থাকেন কিনা, সেটাই দেখার।

Sayan Das

সম্পর্কিত খবর