বাংলাহান্ট ডেস্কঃ একুশের নির্বাচনের আগে নড়েচড়ে বসছে সমস্ত রাজনৈতিক দল। বাংলায় ক্ষমতা দখলের লড়াইয়ে এগিয়ে রয়েছে সকলেই। এই পরিস্থিতিতে বিরোধী দলের খুঁত খুঁজে, তা বাংলার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই হল অন্য দলের আসল উদ্দেশ্য। এবার সেই কাজ শুরু করলেন অমিত মালব্য (amit malviya)।
তৃণমূল ভবনে রবিবার সাংবাদিক বৈঠক করেন কুণাল ঘোষ। সেই বৈঠকে সরাসরি কৈলাশ বিজয়বর্গীয়র দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন কুণাল ঘোষ (kunal ghosh)। তিনি বলেন, ‘যদি হিম্মত থাকে, তাহলে বলুন ভাইপো বলে কার কথা বলছেন?’ কুণাল ঘোষের এই বৈঠক শেষেই স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল বেশ পুরনো একটি ভিডিও।
চিটফান্ড কাণ্ডে সাড়ে ৩ বছর কারাবাস করার পর আবারও তৃণমূলে ফিরেছেন কুণাল ঘোষ। তবে দলের মুখপাত্র করার পর তাঁর নামে ওঠা নানা অভিযোগের সামনা করার কথা কি একবারও ভাবেনি তৃণমূল? বর্তমান সময়ে কুণাল ঘোষের বৈঠকের পরই স্যোশাল মিডিয়ায় দুটি ভিডিও ফুটেজ তোলপাড় শুরু হয়ে যায়।
In the next @AITCofficial press conference, @KunalGhoshAgain should reiterate his public stand on the Saradha scam. Or maybe explain what he thinks of ‘the greatest Saradha beneficiary’ or why he himself had to go to jail in the first place.
Leave Bhaipo, save Pishi instead… pic.twitter.com/M3Xk2T0ky4
— BJP Bengal (@BJP4Bengal) November 22, 2020
সর্বভারতীয় বিজেপির কমিউনিকেশনের দায়িত্বে থাকা অমিত মালব্য দুটেজ শেয়ার করেছেন, তার দুটোতেই বিস্ফোরক কুণাল ঘোষকে দেখা যায়। একটি ভিডিওতে দেখা যায় কুণাল ঘোষকে জোর করে পুলিশ ভ্যানে তোলা হচ্ছে, আর উনি বলছেন, ‘চিটফান্ডের দয়ায় যারা ক্ষমতায় এসেছেন- মুখ্যমন্ত্রী, ৮ জন MP এবং ৬ জন মিনিস্টার সরাসরি দোষী। তারা সেখানে কি আলোচনা করবে?’
Kunal Ghosh, scam tainted spokesperson of TMC, who was fielded to defend ‘Bhaipo’ had this to say in Sept 2014, “If there is anyone who has directly or indirectly benefited the most from Saradha Media, that person is Mamata Banerjee“.
Pishi can clarify if the allegation is true! pic.twitter.com/FQMRsxU1BZ
— Amit Malviya (@amitmalviya) November 22, 2020
অন্য ভিডিওতে দেখা যায়, কুণাল ঘোষ সাংবাদিকদের বলছেন, ‘সারদা মিডিয়ায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যদি কেউ সবথেকে বেশি সুবিধা পেয়ে থাকেন, তাহলে তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়’।