বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর! জবাবি চিঠিতে কী বলা হয়েছে জানেন?

বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আগেই রাজ্যে বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ। ইতিমধ্যেই এই পরিস্থিতিকে ‘ম্যান মেড বন্যা’ বলে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও দিয়েছিলেন তিনি। এবার কেন্দ্রের তরফ থেকে পাল্টা জবাব এল। মমতাকে (Mamata Banerjee) চিঠি দিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল।

  • কেন্দ্রের পাঠানো চিঠিতে কী বলা হয়েছে (Mamata Banerjee)?

রাজ্যের বন্যা পরিস্থিতি এবং সেই পরিস্থিতিতে ডিভিসির ভূমিকা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীকে (Narendra Modi) লেখা চিঠিতেও এর উল্লেখ ছিল বলে খবর। তিনি চিঠিতে লেখেন, ‘অপরিকল্পিতভাবে এবং একক সিদ্ধান্তে ডিভিসি মাইথন ও পাঞ্চেত থেকে ৫ লাখ কিউসেক জল ছেড়েছে’। এবার মুখ্যমন্ত্রীর চিঠির উত্তর দিয়ে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী লিখেছেন, দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি মাইথন ও পাঞ্চেত জলাধার পরিচালনা করে। সেই কমিটিতে পশ্চিমবঙ্গের চিফ ইঞ্জিনিয়াররাও রয়েছেন।

   
  • সহযোগিতার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) পাঠানো জবাবি চিঠিতে বলা হয়েছে, রাজ্যের অনুরোধ মতো ১৪-১৭ সেপ্টেম্বর অবধি রিজার্ভার থেকে ৫০% জল ছাড়া কমানো হয়েছিল। তবে বৃষ্টির পরিমাণ বাড়তেই বাঁধে বিপত্তি! বড়সড় বিপর্যয় এড়াতে গত ১৭ সেপ্টেম্বর সকালে বাঁধের জল ছাড়ার সিদ্ধান্ত নেয় দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি।

আরও পড়ুনঃ কীভাবে অভিযুক্তের জামিন? ফের হাইকোর্টে ধাক্কা, প্রশ্ন বাণে বিদ্ধ পুলিশ

সেই সময় ৪.৩ লক্ষ কিউসেকের বদলে ২.৫ লক্ষ কিউসেক জল ছাড়া হয় বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী জানিয়েছেন, সেই সময় যদি জল ছাড়া না হতো তাহলে দক্ষিণবঙ্গের (South Bengal) পাশাপাশি একটা বিস্তীর্ণ অংশে বড়সড় বিপর্যয় হতে পারতো। তিনি চিঠিতে জানিয়েছেন, দু’টি রিজার্ভারের ডি-সাইটেশন টেকনো-ইকনমিক্যালি ভায়াবল নয়। তবে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, সেগুলির ইনফ্লো ঠিক রাখার জন্য একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সেডিমেন্ট ম্যানেজমেন্ট করা হবে।

Mamata Banerjee flood situation

এখানেই শেষ নয়, এই বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সি আর পাটিল। মমতাকে (Mamata Banerjee) লেখা চিঠিতে জানিয়েছেন, এই পরিস্থিতি সামাল দিয়ে বরাদ্দ অনুসারে টাকা প্রদান ও মন্ত্রকের তরফ থেকে সব ধরণের সহযোগিতা করা হবে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর