ইউক্রেন ফেরত পড়ুয়ারা পেলেন মমতার লেখা ‘কবিতা বিতান”, উপহারে ছিল আরও অনেক কিছুই

বাংলাহান্ট ডেস্ক : ইউক্রেন যুদ্ধের ভয়াবহ পরিস্থিতির মধ্যেই একাধিক দিন কাটিয়েছেন তাঁরা। কখনও প্রাণ ভয়ে বাঙ্কারে লুকিয়ে, কখনও আধপেটা খেয়ে, কখনও আবার বন্ধুর মৃত্যু সংবাদ মুখ বুজে হজম করে প্রাণটুকু নিয়ে দেশে ফিরেছেন ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়ারা। সেই সব ছাত্রছাত্রীদের মধ্যে বাংলার পড়ুয়াদের সংখ্যাও নেহাত কম ছিল না। এদিন এই সমস্ত ঘরে ফেরা ছাত্রছাত্রীদের সঙ্গেই দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনলেন তাঁদের ভয়াবহ অভিজ্ঞতার কথা।

ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করে সমস্ত রকম ভাবে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী এ রাজ্যেই তাঁদের পড়াশোনার বন্দোবস্ত সেকথাও জানিয়েছেন তিনি। একই সঙ্গে এদিন ইউক্রেনের ওই ভয়াবহ পরিস্থিতি থেকে এই দেশে ফেরা ছাত্রছাত্রীদের জন্য ছিল তাঁর তরফ থেকে বিশেষ উপহারও। কী ছিল সেই উপহারের ঝুলিতে?

এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সংলগ্ন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের অনুষ্ঠানে ইউক্রেন থেকে দেশে ফেরা এই ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়েছে একটি করে চামড়ার বড় আকারের ব্যাগ। সেই ব্যাগের মধ্যে ছিল মুখ্যমন্ত্রীর লেখা একটি করর কবিতার বই, নোটবুক, পেন এবং খাবার। মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কবিতাবিতান’ বইটিই উপহার স্বরূপ পেয়েছেন এই পড়ুয়ারা।

প্রসঙ্গত উল্লেখ্য, এবছর বইমেলাতেই ১২ টি নতুন বই প্রকাশিত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার বইমেলাতেই প্রকাশিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কবিতা বিতান’, ‘দুয়ারে সরকার’ সহ ১২ টি বই। এখনও অবধি মোট ১১৫ টি বই প্রকাশিত হয়েছে তাঁর। কিন্তু হাজার ব্যস্ততা সত্ত্বেও কীভাবে এত লেখালিখির সময় পান মুখ্যমন্ত্রী? এর উত্তরে তিনি অবশ্য জানিয়েছিলেন যে ট্রেডমিলে হাঁটার সময়ই ব্রিফিং দিতে থাকেন তিনি। আর সেই ব্রিফিংই লিখে নেন কেউ একজন।


Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর