বর্ধমান স্টেশনে পুলিশ সুপারের সাথে কানে কানে কথা মুখ্যমন্ত্রীর! উপহার দিলেন আম-মিষ্টি-তোয়ালে

Published On:

বাংলাহান্ট ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মালদা (Malda) যাওয়ার পথে ৫ মিনিটের জন্য কথা বলেছিলেন দলের বিধায়ক-নেতাদের সাথে। এবার মালদা সফর শেষে ফিরে আসার সময় দলের নেতা ও বিধায়করা মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন বর্ধমান স্টেশনে (Burdwan Station)।

সন্ধ্যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে উঠে মুখ্যমন্ত্রী সবার উদ্দেশ্যে হাত নাড়েন। মন্ত্রী স্বপন দেবনাথ, জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা এবং জেলার পুলিশ সুপার (Superintendent) কামনাশিস সেনের সাথে তিনি ১২ মিনিট কথা বলেন। মুখ্যমন্ত্রী (Chief Minister) উপহারও তুলে দেন পুলিশ সুপারের হাতে।

ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বর্ধমান স্টেশনে আজ ঢোকে বিকেল পাঁচটা এক মিনিটে। এরপর সেটি স্টেশন থেকে বেরিয়ে যায় পাঁচটা তের মিনিট নাগাদ। মাঝের এই ১২ মিনিট মুখ্যমন্ত্রী কথা বলেন সবার সাথে। এই সময় মুখ্যমন্ত্রীকে বেশ খোশ মেজাজেই পাওয়া গেল। মুখ্যমন্ত্রী জেলাশাসক এবং পুলিশ সুপারকে উপহার দেন মালদার আম।

পাশাপাশি এই দুজনকে দুটি তোয়ালেও উপহার দেন তিনি। তবে মন্ত্রী স্বপন বাবুকে মুখ্যমন্ত্রী কোনও উপহার দেননি। স্বপন বাবু বলেছেন, “জেলার উন্নয়ন বিষয়ে মুখ্যমন্ত্রী একাধিক দায়িত্ব দিয়েছেন। জেলার উন্নয়ন নিয়ে কথা বললেন তিনি।” স্টেশন চত্বরে তৃণমূল নেত্রীকে দেখার জন্য ভিড় জমে যায় কর্মী সমর্থকদের।

mamata train

স্টেশন চত্বরে টহল দিতে থাকে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। মুখ্যমন্ত্রীকে দেখার জন্য ট্রেনের ভিতর থেকে উঁকিঝুঁকি মারতে থাকেন যাত্রীরাও। সেই সময় দেখা যায় মুখ্যমন্ত্রী পুলিশ সুপারকে ডেকে কানে কানে কথা বলছেন। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী দু প্যাকেট সন্দেশও উপহার দিয়েছেন জেলাশাসক এবং পুলিশ সুপারকে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X