৮৯ হাজার শিক্ষক পদে নিয়োগের ঘোষণা মমতার! বললেন আমরা কারও চাকরি খাইনি

বাংলাহান্ট ডেস্ক : চাকরির ধামাকা অফার দিচ্ছে তৃণমূল সরকার। শিক্ষক দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন ৮৯ হাজার শিক্ষক নিয়োগ হবে। আগামী ১৫ দিনে চাকরি পাবেন ৩০ হাজার। কিছুদিন আগে তৃণমূলের বিরাট সমাবেশের মঞ্চ থেকে বাংলার চাকরি নিয়োগ দুর্নীতি (Job Scam) বিষয় নিয়ে বিস্ফোরক হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেদিনের সভায় বামেদের লক্ষ্য করে একের পর এক প্রশ্নবাণ ছোঁড়েন তৃণমূলের দলনেত্রী। তিনি প্রশ্ন তোলেন, কত চাকরি হয়েছে বাম আমলে ? কত চাকরি তৃণমূলের সরকারের আমলে হয়েছে? সেদিন তিনি হাতে করে এনেছিলেন তাঁর সরকারের আমলে কত চাকরি হয়েছে, সেই পরিসংখ্যান।

শত বিতর্কের মাঝেও নিজের দাপট বজায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শিক্ষক দিবসের দিনে প্রশ্ন ছুঁড়ে দিলেন বিরোধিদের। শিক্ষারত্ন সম্মান প্রদান অনুষ্ঠানে তিনি দাবি করেন ‘আমরা কারও চাকরি খাইনি।’ এদিন বাম আমলের কথা টেনে মমতা বলেন, ‘কয়েকটা ছেলে -মেয়ে বসেছিল রাস্তায়, আমার সঙ্গে দেখা হয়েছিল, আমি বলেছিলাম তখন, এদের কয়েকজনকে করে দিন। তখনকার এডুকেশন মিনিস্টার আমাকে বলেছিলেন, যে এদের নাম্বার পারমিট করছে না। আমার বরাবরই একটু দয়ামায়া বেশি। আমি বলেছিলাম, দিন না একটু, করে দিন না, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে কী আর হবে?

   

তারপর মুখ্যমন্ত্রী জানান আপনারা জানেন অনেক ডিপার্টমেন্ট আছে, সিপিএম চলে গেলেও যা অত্যাচার আমাদের সঙ্গে করেছে ওরা! আমরা তো কারও চাকরি খাইনি। সিপিএম আমলের আলমারিতে খুঁজে দেখুনতো, একটা কাগজও খুঁজে পাবেন না। কাগজ আছে বলেই তো আপনি ভুলটা ধরতে পারছেন। আমাদের আমলে কাগজ আছে।’ এরপরেই মুখ্যন্ত্রী হাত মুঠো করে বিদ্রোহীর ভঙ্গিতে বলেন, ‘ওদের আমলের কাগজ একটাও নেই। আমরা খুঁজে পাইনি, আমরা ফাইল পাইনি, আমরা আলমারি পাইনি, আমরা কিছুই দেখতে পায়নি।’

e0bdbdd4 8cc2 4829 bdf0 bad8aed8d162

২৯ অগাস্ট তৃণমূলের বিরাট সমাবেশে বামেদের আক্রমণ করে তিনি বলেন,’ আপনারা বলুন তো, কত ছেলে মেয়ে চাকরি পেয়েছে সিপিএম আমলে? লিস্ট কোথায়? আলমারি কোথায়? ডকুমেন্ট কোথায়? কারা চাকরি পেয়েছে? পয়সা নিয়েছো , আর চাকরি দিয়েছো। তাই এই সিস্টেমটা তোমরা ভালোই জানো। আজকে তৃণমূলকে বলছে চোর। আমি যদি আজ রাজনীতি না করতাম, আর এই চেয়ারে না থাকতাম, আমি আমার বোনেদের বলতাম, যারা এই মিথ্যে কথা রটনা করে, তাঁদের জিভগুলিকে টেনে খুলে দিতে।’

এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, ‘স্কুল এবং কলেজ নিয়ে মাত্র ১০ বছরে আমরা ১ লক্ষ ৬৩ হাজার ৯৭০ টি চাকরি দিয়েছি।’ তিনি আরও বলেন, আমাদের সরকারে ১৭৬ টি পলিটেকনিক, ৭ হাজার নতুন স্কুল, স্কুলে যাওয়ার জন্য ব্যাগ, বই বিনা পয়সায় দেওয়া হচ্ছে। কন্যাশ্রী ৮০ লক্ষ স্কলারশিপ পায়। সবুজ সাথী সাইকেল ১ কোটি ৭ লক্ষ, শিক্ষাশ্রী ১ কোটি ৫ লক্ষ এবং এছাড়াও বারো ক্লাসে বিনাপয়সা ট্যাব দেওয়া হয়, এগুলি মনে রাখবেন দয়া করে।

এদিন নানা বিতর্কের মধ্যেও শিক্ষাক্ষেত্রে বিপুল নিয়োগের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার শিক্ষক দিবসে মুখ্যমন্ত্রী জানান, নতুন ৮৯ হাজার পদে শিক্ষক নিয়োগ করা হবে। আগামী ১৫ দিনের মধ্যে রাজ্যের ৩০ হাজার যুবক–যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শিক্ষক দিবসে শিক্ষারত্ন প্রদানের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানেই নয়া শিক্ষক নিয়োগের বিষয়টি ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী এদিন পরিসংখ্যান দিয়ে জানান, ইতিমধ্যে ২ লক্ষ ৬৩ হাজার শিক্ষক এবং অশিক্ষক পদে নিয়োগ হয়েছে। ভবিষ্যতে আরও নিয়োগ হবে আশ্বাস দেন তিনি।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর