১৫ ই এপ্রিল পর্যন্ত বাংলায় থাকবে লকডাউন, ভলেন্টিয়ার হওয়ার জন্য মমতা ব্যানার্জী দিলেন যোগাযোগ নাম্বার

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাস (corona virus) নিয়ে সারা বিশ্ব তোলপাড়। আতঙ্ক যেন পিছু পিছু ছুটছে। তার মধ্যেই শুরু হয়েছিল লকডাউন (lockdown)। যা ঘোষণা হয়েছিল ৩১ শে মার্চ পর্যন্ত। তার বাড়ল লকডাউনের সময়সীমা। ১৩ এপ্রিল নয়, ১৫ এপ্রিল পর্যন্ত রাজ্যে বহাল থাকবে লকডাউন। নবান্নে এমনটা জানালেন মুখ্যমন্ত্রী। রাজ্যজুড়ে বহাল লকডাউন। আক্রান্তের সংখ্যা ২২ ছুঁয়েছে ২২। মারা গিয়েছেন ২ আক্রান্ত। সবমিলিয়ে করোটার কাঁটায় তটস্থ গোটা রাজ্য। পরিস্থিতির পর্যাচলোচনা করতে দফায় দফায় বৈঠক নবান্নে দলীয় বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। আজও নবান্নে একটি বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । সেখাই সময়সীমা বাড়ানোর কথা জানিয়েছেন তিনি।

corona 11110000

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, লকডাউন জারি থাকলেও খোলা থাকবে জরুরি পরিষেবা। হাসপাতাল, বাজার, ব্য়াঙ্কের সমস্ত সুবিধাই পাবেন সাধারণ মানুষ। পাশাপাশি তিনি আরও জানান, লকডাউন চলাকালিন যাঁরা ভলান্টিয়ার করতে চান তাঁরা সংশ্লিষ্ট নম্বরে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের নম্বরটি হল- 03323412600।

lockdown corona

উল্লেখ্য, জনতা কার্ফুর পরই দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেন প্রধাণমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশ মতো লকডাউন জারি হয় রাজ্যেও। তবে লকডাউনে সমস্ত জরুরি পরিষেবা মিলবে বলেই আশ্বাস দিয়েছিল প্রধানণন্ত্রী। এবার রাজ্যের নিরাপত্তা সুনিশ্চিত করতে লকডাউ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।

সম্পর্কিত খবর