বাংলা হান্ট ডেস্কঃ তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে। এবার অবশেষে স্বপ্ন পূরণ হল বসিরহাট পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের পোস্ট অফিস পাড়ার বাসিন্দাদের। বয়সের ভারেই নুইয়ে গিয়েছেন অনেকেই। কারো বয়স ৮০ তো কারও বয়স সত্তরের কোটায়। শুনতে অবাক লাগলেও, স্বাধীনতার পর থেকে বছরের পর বছর বসিরহাটের প্রায় ১০০ উদ্বাস্ত পরিবারের পায়ের তলায় মাটি ছিল না।
বসিরহাটের ১০০ টি উদ্বাস্তু পরিবারের স্বপ্ন পূরণ করলেন মমতা (Mamata Banerjee)
যার ফলে দিনের পর দিন সমস্ত ধরনের সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন বসিরহাটের এই ১০০টি ভূমিহীন পরিবার। তাঁদের মধ্যে রয়েছেন প্রায় ৫০০ ভোটার। অবশেষে অপেক্ষার ফল পেতে চলেছেন তাঁরা। সামনেই ২০২৬ এর আসন্ন বিধানসভা নির্বাচন। তার আগে এই সমস্ত ভূমিহীন পরিবারগুলির হাতে বড় উপহার তুলে দিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (Mamata Banerjee)।
তাই আসন্ন নির্বাচনে এই উদ্বাস্তু পরিবারগুলির আশীর্বাদ যে ভোট বক্সে উপচে পড়বে তা বলাই বাহুল্য। বসিরহাট পুরসভার এই বাসিন্দাদের অভিযোগ সেই বাম আমল থেকেই শুধু ভোটের আগে প্রতিশ্রুতির ডালি নিয়ে তাদের কাছে হাজির হয়েছেন জনপ্রতিনিধিরা। কিন্তু শুধু প্রতিশ্রুতিই সার। বারবার অভিযোগ জানিয়েও কোন ফল হয়নি।
আর এতদিনে কোন স্থায়ী মাটি না পেয়ে আশা ছেড়ে দিয়েছিলেন তাঁরাও। তবে দেরিতে হলেও এই উদ্বাস্তু পরিবারগুলিকে নিরাশ করল না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। অবশেষে এই উদ্বাস্তু পরিবারগুলির পায়ের তলার স্থায়ী মাটি জোগাড় করে দিতেই বড় উদ্যোগ নিল বসিরহাট পৌরসভা। তাই এবার সরকারিভাবেই তাঁদের নাম ঠিকানা লিপিবদ্ধ করার পর শুরু হয়েছে বাকি প্রক্রিয়া। যার জন্য এদিন বিশেষ ভাবে উদ্যোগ নিতে দেখা গেল বসিরহাটের মহকুমাশাসক আশিসকুমার, বসিরহাট পুরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী, সহ ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলের সোমা দাসদের।
আরও পড়ুন: স্কুল লাটে ওঠার জোগাড়! রাজ্য জুড়ে ‘আজব’ শিক্ষা, বই ছাড়াই চলছে পরীক্ষা-পড়াশোনা
সোমবার বসিরহাটের টাউনহলে দমকলমন্ত্রী সুজিত বসু, সাংসদ পার্থ ভৌমিক, এবং বসিরহাট দক্ষিণ কেন্দ্রের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় সহ প্রশাসনিক কর্তারা প্রায় একশোটি পরিবারের হাতে তাদের ৯৯ বছরের জমির লিজ ও দলিল তুলে দিয়েছেন। ভূমিহীন এই পরিবারগুলিকে মঞ্চে ডেকে মিষ্টি মুখও করানো হয়।
স্বাধীনতা লাভের এত বছর পর নিজেদের জমি পেয়ে আনন্দে আত্মহারা পরিবারগুলি। যার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে প্রথমেই তাঁরা অনেক আশীর্বাদ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সহ প্রশাসনিক আধিকারিকদের। তাঁদের দাবি এর আগে কোন সরকার তাদের পাশে দাঁড়ায়নি। তাই এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সহ প্রশাসনিক প্রধানরা যা করে দেখিয়েছেন তার জন্য তাঁরা কৃতজ্ঞ। পাশাপাশি আগামী দিনে সরকারি প্রকল্পে তাঁদের পাকাবাড়ি তৈরি করে দেওয়ারও আশ্বাস দিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু।