নির্বাচনের পরে এসে ৩-৪ দিন থাকব, ছবি আঁকবো! মেঘালয়বাসীকে প্রতিশ্রুতি মমতার

বাংলা হান্ট ডেস্কঃ মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee), তিঁনি বাংলার মুখ্যমত্রী। দলের সর্বাধিনায়িকা। তবে এছাড়াও তাঁর আরেক বিশেষ পরিচয় আছে বইকি। তিঁনি শিল্পীও বটে। কখনও লেখিকা, কখনও চিত্রকার। এবার বাংলার পর পাহাড়ী রাজ্য মেঘালয়ে (Meghalaya) জয়লাভ করলে সেখানে গিয়ে থেকে মেঘালয়বাসীর সঙ্গে থেকে নিজে ছবি আঁকার প্রতিশ্রুতি দিলেন তৃণমূল সুপ্রিমো।

প্রসঙ্গত, মেঘালয়ে বিধানসভা নির্বাচনে (Assembly Election) তৃণমূলের (Trinamool) মাটি শক্ত করতে বুধবার সেরাজ্যে পাড়ি দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে বক্তৃতা রাখতে গিয়ে রাজ্যবাসীকে একের পর এক এক প্রতিশ্রুতিতে ভরিয়ে দিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। এদিন নেত্রী বলেন, ‘আমি রাজনীতি ভালবাসি, কারণ রাজনীতি আমার পেশা নয়, আমার আবেগ।’ পাশাপাশি মোদী সরকারকে নিশানা করে তিঁনি বলেন, ‘ওরা নানারকম প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, আমরা প্রতিশ্রুতি রক্ষা করি।’

এদিন তাঁর গলায় শোনা যায়, ‘ওরা টেলিপ্রম্পটার দেখে বলে, আমর বলি মন থেকে মেঘালয় আমাদের মনে, আমরা মন থেকে বলি। এরপর ভরা সভায় উপস্থিত জনতার উদ্দেশ্য জিজ্ঞাসা করে তিঁনি বলেন, ‘আপনাদের কি খিদে পে আপনারা নিশ্চয় রাজনৈতিকভাবে ক্ষুধার্থ। আপনাদের রাজনৈতিক খাবার চাই। আপানাদের যদি পরিবর্তন চাই, তাহলে একমাত্র বিকল্প ও যোগ্য দল তৃণমূল’।

পাশাপাশি এদিন বঙ্গের উন্নয়নের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, ‘পশ্চিমবঙ্গে মানুষ বিনামূল্যে রেশন পাচ্ছেন৷ পড়ুয়াদের বিনামূল্যে স্মার্টফোন দেওয়া হয়েছে। শিক্ষা বিনামূল্যে, স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে৷ এমনকী আপনাদের এখান থেকেও কেউ কেউ পশ্চিমবঙ্গে চিকিৎসা করাতে যান৷ কিন্তু বিজেপির ২টি মুখ, নির্বাচনের আগে একটি, নির্বাচনের পরে একটি। ওরা নানারকম প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, আমরা প্রতিশ্রুতি রক্ষা করি।’

mamata banerjee

শুধু তাই নয়, এদিন মেঘালয়বাসীকে প্রশংসায় ভরিয়ে দেন তৃণমূল নেত্রী। তিঁনি বলেন, ‘আপনাদের কালচার খুবই উঁচু৷ আকাশের মতো উঁচু৷ আপনাে মিউজিক রিদিম খুব ভাল, নাচ খুব ভাল। আপনাদের স্যআলুট জানাই। তিনি আরও বলেন, নির্বাচনের পরে এসে ৩-৪ দিন থাকব, ছবি আঁকবো।’ পাশাপাশি সে রাজ্যবাসীকে এদিন একতা বজায় রাখারও পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর