বাংলা হান্ট ডেস্ক: রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote)। আটঘাট বেঁধে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। জোর কদমে চলছে প্রস্তুতি। এরই মধ্যে আগামিকাল অর্থাৎ, সোমবার চার দিনের পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পঞ্চায়েতের ঠিক আগেই মমতার এই সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।
তৃণমূল সুপ্রিমোর এই ৪ দিনের সূচিতে পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গা রয়েছে। নন্দীগ্রাম লাগোয়া খেজুরিতেও প্রশাসনিক সভা করার কথা রয়েছে মমতার। তবে সেই জায়গা থেকে মাত্র ৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত নন্দীগ্রামের উল্লেখ তার সফর সূচিতে নেই। যা নিয়ে ইতিমধ্যেই জোর চৰ্চা শুরু হয়েছে রাজনীতির অন্দরে।
সূত্রের খবর, আগামী ৩ এপ্রিল দিঘা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন বিকেলে হেলিকপ্টারে কলকাতা থেকে দিঘায় পৌঁছে যাবেন তিনি। রাতে থাকবেন দিঘায়। পূর্ব মেদিনীপুরে তার জনসংযোগ কর্মসূচি রয়েছে। এরপর খেজুরিতে প্রশাসনিক সভা করবেন। এর পরের দিন দিঘায় দলীয় কর্মীদের নিয়ে সম্মেলন করার কথা রয়েছে। ৫ তারিখ সেখানে থাকবেন এবং ৬ তারিখ কলকাতায় ফিরবেন। কিন্তু প্রশ্ন উঠছে মেদিনীপুর গিয়েও মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে কেন যাচ্ছেন না?
প্রসঙ্গত, বর্তমানে নন্দীগ্রামের বিধায়ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই শুভেন্দুর কাছে পরাজিত হয়েছিলেন তিনি। সেই হারের পর থেকে দুবার পূর্ব মেদিনীপুর সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে একবারও তিনি নন্দীগ্রাম মুখো হননি।
যেখানে রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন, সেখানে এই সময়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম গেলে অনেকটাই ভোট টানতে পারতেন। তাতে পঞ্চায়েত ভোটে তৃণমূলের লাভ হতো বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। অন্যদিকে, বিজেপির কটাক্ষ বিধানসভা ভোটে হেরে যাওয়ার কারণেই লজ্জায় আর নন্দীগ্রাম যাচ্ছেন না মুখ্যমন্ত্রী।