অম্বানিদের বিয়েতে নিমন্ত্রণ, ৩ দিনের মুম্বই সফরে মমতা! দেখা করবেন এই দুই হেভিওয়েটের সঙ্গে

বাংলা হান্ট ডেস্কঃ মুকেশ অম্বানির ছেলের বিয়েতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনদিনের জন্য মুম্বই সফরে যাচ্ছেন তিনি। সেখানে অনন্ত-রাধিকার বিয়েতে যোগ দেওয়ার পাশাপাশি দুই হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো।

মুম্বই সফরে দুই হেভিওয়েটের সঙ্গে বৈঠক মমতার (Mamata Banerjee)

জানা যাচ্ছে, আগামী ১১ জুলাই দুপুরে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেবেন মমতা। সেদিন, তারপরের দিন মায়া নগরীতেই (Mumbai) থাকবেন তিনি। এরপর ১৩ তারিখ সন্ধ্যাবেলায় কলকাতা ফিরে আসবেন। নবান্ন (Nabanna) সূত্রে জানা যাচ্ছে, আগামী ১১ তারিখ সন্ধ্যাবেলাতেই উদ্ভব ঠাকরের (Uddhav Thackeray) সঙ্গে দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী।

   

এরপর ১২ তারিখ মুকেশ-পুত্রের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হবেন তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমো। সেদিনই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, সফরসূচি অনুযায়ী, আগামী ১১ তারিখ মুম্বই পৌঁছে বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের টাইডেন্ট হোটেলে উঠবেন মুখ্যমন্ত্রী। পরের দিন অর্থাৎ ১২ তারিখ একাধিক বৈঠক করার কথা রয়েছে তাঁর।

আরও পড়ুনঃ চোপড়া কাণ্ডের ভিডিও শেয়ার, এবার বিপাকে সেলিম-মালব্য! চরম পদক্ষেপ নির্যাতিতার

এরপর সেদিন বিকেলেই বান্দ্রা-কুরলা কমপ্লেক্স স্থিত জিও সেন্টারে অনন্ত-আধিকার বিয়ের (Anant Radhika Wedding) অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা আছে মমতার (Mamata Banerjee)। এছাড়া জানা যাচ্ছে, মুম্বই গিয়ে উদ্ভব ঠাকরের পাশাপাশি শরদ পাওয়ারের (Sharad Pawar) সঙ্গেও দেখা করতে পারেন তৃণমূল সুপ্রিমো। অর্থাৎ শুধুমাত্র অম্বানির ছেলের বিয়েতে যোগ দেওয়াই নয়, রাজনৈতিকভাবেও মমতার এই মুম্বই সফর তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Mamata Banerjee

উল্লেখ্য, রিল্যায়েন্স কর্তার ছোট ছেলের বিয়ে উপলক্ষ্যে এই মুহূর্তে সেজে উঠেছে মায়ানগরী মুম্বই। দেশ বিদেশের একাধিক তারকা যোগ দিয়েছেন সেই অনুষ্ঠানে। জানা যাচ্ছে, অনন্ত-রাধিকার রিসেপশনে উপস্থিত থাকতে পারেন খোদ প্রধানমন্ত্রী। এনসিপি প্রধান শরদ পাওয়ার ও শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরেও সহ দেশের নানান প্রান্তের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বর সেখানে উপস্থিত থাকার কথা। জানা যাচ্ছে, মমতার সঙ্গে বেশ কয়েকজনের বৈঠক হওয়ার কথা রয়েছে। শরদ-উদ্ভবের পাশাপাশি সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গেও মমতার বৈঠক নিয়ে আলোচনা চলছে বলে খবর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর