জন্মদিন, উন্নয়ন সূচক বৈঠক এড়িয়ে চলেন অথচ সিবিআই তৎপর হতেই দিল্লির পথে!

 

বাংলা হান্ট ডেস্ক : সারদা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ রাজীব কুমারের খোঁজে হন্যে হয়ে ঘুরছে সিবিআই। তার খোঁজে ইতিমধ্যে নবান্নে হানা দিয়েছেন সিবিআই-এর প্রতিনিধি দল। দিল্লী যাওয়ার প্রধান উদ্দেশ্য রাজীব কুমার হতে পারে বলে মনে করছে বিভিন্ন রাজনৈতিক মহল।

লোকসভা ভোটের পর প্রধানমন্ত্রী পদে দ্বিতীয় বার; নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিভিন্ন রাজনৈতিক কারণে; সেই সময় দিল্লী সফর বাতিল করে দেন তিনি। তারপর আর দিল্লি যাননি। এমনকি যোগ দেননি কেন্দ্রের কোন বৈঠকেও।

modi mamata
ভোটের আগে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বছরে দু-একবার কুর্তা-পাজামা উপহার দেন। সঙ্গে থাকে বাংলার মিষ্টিও।

হঠাৎ দিল্লী সফর নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে রাজ্য থেকে কেন্দ্রের সব মহলে। যদিও তৃণমূলের একটি সূত্রের মতে; মুখ্যমন্ত্রীর দিল্লী সফর কেবল মাত্র প্রশাসনিক সফর হয় না; রাজনৈতিক নেতাদের সঙ্গেও তিনি দেখা করেন। তবে সরকার তরফ থেকে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি।

সম্পর্কিত খবর