বাংলাহান্ট ডেস্ক : উত্তরপ্রদেশের বিধানসভার ভোট যুদ্ধে মমতাকে পাশে চান অখিলেশ, একথা ঘোষণা করা হয়েছিল আগেই। এবার অখিলেশের সমাজবাদী পার্টির হয়ে প্রচারে লখনউ যাচ্ছেন মমতা।
আজই বিকেলে লখনউ পৌঁছবেন বাংলার মুখ্যমন্ত্রী। এরপর আগামীকাল সমাজবাদী পার্টির দপ্তরে সপা সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক সারবেন তিনি। মাঝখানে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তারপরই বিধানসভা নির্বাচন উত্তরপ্রদেশে। যোগী গড়ে এবার সেয়ানে সেয়ানে টেক্কা হতে চলেছে। বিজেপিকে অনেকটাই চাপে ফেলেছে সমাজবাদী পার্টি। একটি সমীক্ষা অনুযায়ী সে রাজ্যের মুসলিম ভোটের ৭৮% ই অখিলেশের দিকে। অন্যদিকে দেশে বিজেপি বিরোধী মুখ হিসেবে প্রথম স্থানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। তাই চাপ বাড়াতে মমতার হাতই ধরতে চেয়েছিলেন অখিলেশ।
এর আগেই বাংলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সারেন সমাজবাদী পার্টির নেতা তথা বাম আমলের মৎসমন্ত্রী কিরণময় নন্দ। মমতার ফেসভ্যালুকেই কাজে লাগিয়ে এবার যোগীগড়ে সপার পতাকা ওড়াতে চান অখিলেশ যাদব। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বিধানসভা নির্বাচনে প্রার্থী না দিলেও ২০২৪ এর লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে প্রার্থী দেবে তৃণমূল। সেক্ষেত্রে সহায়তায় আশ্বাস দেন অখিলেশ যাদবও।
আগামীকাল সপা প্রধানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করবেন তৃণমূল সুপ্রিমো। করোনা পরিস্থিতিতে দলগুলি দুরত্ববিধির দিকে জোর দেওয়ায় সাংবাদিক সম্মেলন থেকেই কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুলবেন মমতাও এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত।
প্রসঙ্গত, এই প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গোরক্ষপুর কেন্দ্র থেকে এবার লড়ছেন তিনি। গোরক্ষপুরের প্রার্থী করার জন্য তিনি ধন্যবাদও জানান নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে। সমাজবাদী পার্টি চাপ বাড়ালেও তা নিয়ে যে খুব একটা মাথা ঘামাচ্ছেন না আদিত্যনাথ এবং অখিলেশের মুসলিম ভোটের বদলে যে তিনি জোর দিচ্ছেন হিন্দু ভোট ব্যাঙ্কেই, সেকথাও জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। অন্যদিকে ক্ষমতায় এলে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেইয়ের জন্মস্থানে তাঁর নামে বিশ্ববিদ্যালয় বানানোর কথা গতকালই ঘোষণা করেছেন অখিলেশ যাদব।