বাংলা হান্ট ডেস্কঃ লাগাতার কেন্দ্রের বঞ্চনায় অতিষ্ঠ মমতা সরকার (West Bengal Government)। রাজ্যের বহু প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র (Central Government), বারবার এই অভিযোগই শোনা গিয়েছে রাজ্য সরকার তরফে। বহুবার প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দেখা করে, চিঠি লিখেও লাভের লাভ কিছুই হয়নি। এবার শেষমেশ কেন্দ্রের উদাসীনতার প্রতিবাদে আম্বদকর মূর্তির সামনে ধর্নায় (Protest) বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
ঠিক কী বললেন মুখ্যমন্ত্রী? এদিন ওড়িশা যাওয়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, “একশো দিনের কাজ, আবাস প্রকল্পের টাকা দেয়নি কেন্দ্র। এবছরের বাজেটে একশো দিনের কাজেধ জন্য কোনও টাকা দেওয়া হয়নি। বাংলাকে বঞ্চনা করার, লাঞ্ছনা করার কেন্দ্রীয় সরকারের যে একপেশে স্বৈরতান্ত্রিক মনোভাব তার বিরুদ্ধে ২৯ মার্চ দুপুর বারোটা থেকে মুখ্যমন্ত্রী হিসেবে আমি আম্বদকর মূর্তির সামনে ধর্নায় বসব। ৩০ মার্চ সন্ধেয় ধর্না শেষ করে। এরপর ব্লকে ব্লকে বিভিন্ন কর্মসূচি নেব।”
প্রসঙ্গত, মঙ্গলবার ওড়িশায় উদ্দেশে পাড়ি দিলেন তৃণমূল সুপ্রিমো। সেখানের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে সৌজন্য সাক্ষাতকার করবেন তিনি। এদিন বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, “এবার বাজেটে বাংলাকে একশো দিনের কাজে একটা পয়সা দেয়নি। একমাত্র বাংলাকেই কিছু দেওয়া হয়নি। আবাস যোজনাতেও এক পয়সা দেয়নি। ৫৫ লাখ বাড়ির টাকা পড়ে রয়েছে। ১১ লাখ বাড়ি আমরা করে দিচ্ছি। গ্রামের খারাপ রাস্তা মেরামত সব নিজের টাকায় করছি। সবমিলিয়ে মোদী সরকারের কাছ থেকে ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা পাওনা রয়েছে রাজ্যের।”
তার সংযোজন, “এনিয়ে ৬ মাস আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকেও বলেছি। চিঠি লেখা হয়েছে। তার পরেও দেখছি বিজেপির কথা কিছু টিম পাঠিয়ে দিচ্ছে। এখন যেন মনে হচ্ছে সিবিআই ডিরেক্টর বিজেপি লোকাল কমিটির প্রেসিডেন্ট। আর ইডিরও প্রেসিডেন্ট হয়ে গিয়েছে ওরা। এভাবে দেশ চলতে পারে না।”
মুখ্যমন্ত্রীর ধর্না কর্মসূচির পর এই আন্দোলনকে ব্লকস্তরে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন মমতা। প্রসঙ্গত, বিগত কিছুমাস ধরে একের পর এক ইস্যুতে ধুন্ধুমার দশা রাজ্যে। একদিকে, নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে চাকরির দাবিতে ধর্নায় বসেছে শিক্ষক ও চাকরিপ্রার্থীরা। অন্যদিকে, কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে অনশন-আন্দোলনে নেমেছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। এইসকল ইস্যুতে যখন উত্তপ্ত রাজ্য-রাজনীতি ঠিক সেসময়ে খোদ মুখ্যমন্ত্রী ধর্না এই উত্তাপ আরও কিছুটা বাড়াবে বলেই মনে করা হচ্ছে।
মুখ্যমন্ত্রীর এই ধর্না নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাতার্য। তিনি বলেন, “রাজ্যে তো সবাই ধর্নায় বসে রয়েছেন। মুখ্যমন্ত্রীর দফতরে গ্রুপ ডি কর্মী নিয়োগ নিয়েও ধর্না চলছে। যাদের মেধা বিক্রি করে দেওয়া হয়েছে তারা ধর্নায় বসেছেন। ডিএর দাবিতে ধর্না চলছে। এসব সমস্যার সমাধান করতে না পেরে মুখ্যমন্ত্রী ধর্নায় বসছেন। “