‘বাংলাদেশের মতো সরকার ফেলেবে? আমি ক্ষমতার মায়া করি না!’, পাল্টা হুঁশিয়ারি মমতার

বাংলা হান্ট ডেস্ক : গোটা দেশের নজর এখন বাংলার দিকেই। আর জি করের (RG Kar) তরুণী নৃশংস হত্যার  ঘটনাকে কেন্দ্র করে উত্তাল গোটা বাংলা (West Bengal)। এই পরিস্থিতিতে বিচারের দাবিতে প্রতিবাদে সরব হয়েছেন রাজ্যবাসী। আন্দোলন করতে রাস্তায় নামছেন কাতারে কাতারে মানুষ। দলে দলে যোগ দিচ্ছেন নিতান্ত সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসক, ছাত্রছাত্রী।

বাংলাদেশের মতো সরকার ফেলার প্রসঙ্গে ক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)

ইতিমধ্যেই গতকাল ১৪ আগস্ট কলকাতার রাস্তায় রাত দখলে নেমে এক ইতিহাস রচনা করেছেন বাংলার মেয়েরা। যা দেখেই  ইতিমধ্যেই এই আন্দোলনের সাথে অনেকেই তুলনা টানতে শুরু করেছেন বাংলাদেশের (Bangladesh) শেখ হাসিনা (Sheikh Hasina) সরকার বিরোধী আন্দোলনের। এমনকি সুযোগের সদ্ব্যবহার করে অনেক বিরোধী দলের নেতারা বাংলাদেশের আদলেও তৈরি করতে শুরু করেছে স্লোগান।  একইভাবে প্রচার চালানো হচ্ছে সংবাদমাধ্যমেও।

   

এই অস্থির পরিস্থিতিতে স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কথাতেও উঠে আসল সেই একই প্রসঙ্গ। বুধবার বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গিয়ে আরজিকরকে কেন্দ্র করে রাজ্য জুড়ে গড়ে ওঠা প্রতিবাদ আন্দোলন প্রসঙ্গে গলায় উঁচিয়েই মমতা (Mamata Banerjee) বলেছেন, ‘অনেকে ভাবছেন বাংলাদেশের মতো এখানেও সরকার ফেলে দেবে। আমি ক্ষমতার মায়া করি না।’

এরপরেই  রাজ্যের বিরোধীদের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়ে এদিন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) স্পষ্ট বলেন, ‘আরজি করের ঘটনা নিয়ে সিপিএম এবং বিজেপি রাজনীতি করছে। বাংলাদেশে একটা ঘটনা ঘটে গিয়েছে। অনেকে ভাবছেন, বাংলাদেশের ঘটনা টেনে এনে এখানেও ক্ষমতা দখল করবেন। কিন্তু মনে রাখবেন, আমি ক্ষমতার মায়া করি না। যত দিন বাঁচব, মানুষকে ন্যায়বিচার এনে দেব। এই ঘটনা জানার পরেও আমি পুলিশকে দিয়ে অনেক কাজ করিয়েছিলাম। কিন্তু ওঁরা হাই কোর্টে গেলেন।’’

আরও পড়ুন : আরজি করে তাণ্ডব চালাতে গুণ্ডা পাঠিয়েছেন মমতা? এবার ‘আসল সত্যি’ ফাঁস করলেন শুভেন্দু!

প্রসঙ্গত আরজি করের ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই  হাই কোর্টে একাধিক জনস্বার্থ মামলা করা হয়েছিল। তারই  শুনানিতে এই মামলার তদন্তভার তুলে দেওয়া হয়েছে  সিবিআই-এর হাতে। তবে এদিন মুখ্যমন্ত্রী দাবি করেছেন আরজি করের ঘটনার বিরুদ্ধে যে প্রতিবাদ আন্দোলন চলছে, তার সাথে বিশেষ রাজনৈতিক প্রোপাগান্ডা জড়িয়ে রয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।

Mamata

তাই কড়া হুঁশিয়ারি দিয়ে এদিন তৃণমূল সুপ্রিমো বলেছেন, ‘যাঁরা আন্দোলন করছেন, তাঁরা অধিকাংশই ছাত্রছাত্রী নন। রাজনৈতিক দল এটা পরিকল্পিত ভাবে করছে। ভাবছে মমতাকে ক্ষমতা থেকে সরাবে। ওরা জানে না, মমতার সরতে, আসলে এক সেকেন্ড লাগে। ঠিক যে ভাবে আমি রেল থেকে সরে এসেছিলাম। অন্যায়ের কাছে আমি মাথা নত করি না, করব না। দরকার হলে মানুষের কাছে মাথা নত করব, কিন্তু কোনও রাজনৈতিক দলের কাছে নয়।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর